নয়াদিল্লি: জাপানের নোমিতে অনুষ্ঠিত এশিয়ান রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে ২০ কিমি ইভেন্টে চতুর্থ হয়ে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ২০২০ টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করলেন কে টি ইরফান। জাতীয় রেকর্ডের অধিকারী এই অ্যাথলিট সময় করেছেন এক ঘণ্টা ২০ মিনিট ৫৭ সেকেন্ড। টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের জন্য নির্দিষ্ট সময় ছিল এক ঘণ্টা ২১ মিনিট। তার চেয়ে কম সময়ই নিয়েছেন কেরলের এই অ্যাথলিট।


এ বছরের ১ জানুয়ারি থেকে টোকিও অলিম্পিকের রেস ওয়াক ও ম্যারাথন রেসের যোগ্যতা অর্জন পর্ব শুরু হয়েছে। ২০২০ সালের ৩১ মে অবধি চলবে যোগ্যতা অর্জন। অ্যাথলেটিক্সের অন্যান্য বিভাগগুলির যোগ্যতা অর্জন পর্ব শুরু হবে এ বছরের ১ মে থেকে এবং চলবে ২০২০ সালের ২৯ জুন পর্যন্ত।

২০১২ লন্ডন অলিম্পিকে ১০ নম্বরে ছিলেন ইরফান। সেবার তাঁর সময় ছিল এক ঘণ্টা ২০ মিনিট ২১ সেকেন্ড। সেটাই জাতীয় রেকর্ড। এই রেকর্ড উন্নত করাই ইরফানের লক্ষ্য।