কালীঘাট, নিউ আলিপুরে স্পায়ের আড়ালে মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১৯
Web Desk, ABP Ananda | 08 Sep 2019 12:43 PM (IST)
কালীঘাটের সদানন্দ রোড ও নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে লালবাজারের গোয়েন্দা পুলিশের অভিযান।
কলকাতা: স্পায়ের আড়ালে মধুচক্রের কারবারের পর্দাফাঁস। কালীঘাটের সদানন্দ রোড ও নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে লালবাজারের গোয়েন্দা পুলিশের অভিযান। গ্রেফতার ১৯। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। কালীঘাটের সদানন্দ রোড ও নিউ আলিপুরের সাহাপুর কলোনি এলাকায় স্পায়ের আড়ালে মধুচক্রের কারবার রমরমিয়ে চলছিল বলে অভিযোগ। অভিযান চালিয়ে স্পায়ের মালিক, ম্যানেজার সহ ১৯ জনকে গ্রেফতার করে পুলিশ।