পুদুচেরি দলের মেন্টর ক্যারিবিয়ান কিংবদন্তী কালীচরণ
Web Desk, ABP Ananda | 21 Aug 2019 04:45 PM (IST)
প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান কালীচরণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টেস্ট এবং ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
ছবি সৌজন্যে ট্যুইটার
চেন্নাই: এবারের ঘরোয়া মরসুমে পুদুচেরি দলের মেন্টর হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার আলভিন কালীচরণ। পুদুচেরি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। আরও জানা গিয়েছে, কর্ণাটকের পেসার আর বিনয় কুমার এবার পুদুচেরির হয়ে খেলবেন। পুদুচেরি দলের প্রধান কোচ হচ্ছেন কর্ণাটকের প্রাক্তন ব্যাটসম্যান জে অরুণ কুমার। অধিনায়ক হচ্ছেন ডি রোহিত। পুদুচেরি ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, ‘সব ধরনের খেলায় পুদুচেরির পুরুষ ও মহিলা দলের মেন্টর হচ্ছেন কালীচরণ। তাঁর উপস্থিতি ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। আশা করি এর ফলে ক্রিকেটারদের উপকার হবে। কর্ণাটক প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরেই পুদুচেরি দলে যোগ দেবেন বিনয় কুমার।’ প্রাক্তন বাঁ হাতি ব্যাটসম্যান কালীচরণ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৬টি টেস্ট এবং ৩১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এরকম একজন নামী ক্রিকেটারকে মেন্টর করে এনে চমক দিল পুদুচেরি ক্রিকেট সংস্থা।