তাঁর ফ্যাশন সেন্স ছিল যাচ্ছেতাই, নিজেই জানালেন কঙ্গনা
ABP Ananda, Web Desk | 16 Jan 2017 11:19 AM (IST)
নয়াদিল্লি: কঙ্গনা রানাওয়াতের ফিল্ম যেমন তাঁর ফ্যাশন সেন্সও তেমন ‘জারা হটকে’। দীর্ঘদিন ধরেই তিনি স্টাইল আইকন। কিন্তু কঙ্গনা জানাচ্ছেন, জেনে বুঝে স্টাইল আইকন হননি তিনি। কিশোরীবেলায় পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে বুঝে যান, তাঁর ধরন ঠিক কেমন। বলিউডের ‘কুইন’ বলেছেন, ছোট শহরের মেয়ে ছিলেন তিনি। কখনও ভাবেননি, বড় হয়ে স্টাইল আইকন হতে হবে। ছোটবেলা থেকে জামাকাপড় নিয়ে এক্সপেরিমেন্ট করেতন। তাঁর ফ্যাশন সেন্স নাকি তখন যাচ্ছেতাই ছিল। ছেঁড়া শার্ট, বেতের টুপি পরে বাজারে যেতেন, লোকে হাঁ করে তাকিয়ে থাকত। তাঁর পোশাকআশাকে তাঁর বাবাও খুশি ছিলেন না। কিন্তু তাতে কান দেননি কঙ্গনা। এক্সপেরিমেন্ট চালিয়ে যান একইভাবে। ২০১৬-য় একটিও ছবি মুক্তি পায়নি তাঁর। ২০১৭-য় অবশ্য ‘রেঙ্গুন’-এর পরেই আসছে ‘রানি লক্ষ্মীবাই’ ও ‘সিমরন’।