লন্ডন: কনুইয়ের চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে নিউজ়িল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। সেই সঙ্গেই প্রশ্ন উঠে গেল, ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি খেলতে পারবেন কেন? ১৮ জুন থেকে সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। তার আগে কেনের চোট নিয়ে উদ্বেগ কিউয়ি শিবিরে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাওয়া যাবে না কেন উইলিয়ামসনকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে তাঁর কনুইয়ের চোট নিয়ে জেরবার নিউজিল্যান্ডের অধিনায়ক। সেই কারণেই কোনও ঝুঁকি না দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে দলকে নেৃতত্ব দেবেন টম লাথাম।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপ ফাইনালের আগে উইলিয়ামসনের বাঁ হাতের কনুইয়ের চোট চিন্তায় ফেলে দিয়েছে কিউয়ি শিবিরকে। বৃহস্পতিবার থেকে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ রয়েছে নিউজ়িল্যান্ডের। সেই টেস্টে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়ে দিয়েছে কিউয়ি টিম কর্তৃপক্ষ। যাতে উইলিয়ামসন দ্রুত চোট সারিয়ে পুরো ফিট হয়ে উঠতে পারেন। কারণ ভারতের বিরুদ্ধে ১৮ জুন থেকে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইলিয়ামসন খেলতে না পারলে সমস্যায় পড়তে হবে নিউজ়িল্যান্ডকে।
নিউজ়িল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছেন, “কেন উইলিয়ামসনকে বাদ দিয়ে দল গড়ার কথা ভাবাই যায় না। কিন্তু বুধবার নেটে ব্যাট করতে যাওয়ার আগে ইঞ্জেকশন নিলেও ওর ব্যথা কমেনি। তাই সবদিক চিন্তা করে ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিলাম। তাছাড়া বিশ্ব টেস্ট ফাইনাল নিয়েও আমরা মুখিয়ে আছি। ভারতের বিরুদ্ধে ওর মতো অধিনায়ক ও ব্যাটসম্যানকে দরকার। তাই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হল।” এই বছরের শুরু থেকেই চোট সমস্যায় জেরবার উইলিয়ামসন। যে কারণে তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্রথম তিনটি ম্যাচেও খেলতে পারেননি। তবে আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় কিছু দিনের বিশ্রাম পেয়েছিলেন উইলিয়ামসন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর ফের তাঁর চোট নিয়ে উদ্বেগ।