নয়াদিল্লি: একজন দেশের প্রথম বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের অধিনায়ক। আর একজন সদ্য অলিম্পিক্সের মঞ্চ থেকে ভারতের জন্য সোনা জিতে নিয়ে এসেছেন। এবার মুখোমুখি সাক্ষাতে কপিল দেবের প্রশ্নের মুখে পড়তে হল নীরজ চোপড়াকে। জ্যাভলিন থেকে ক্রিকেট সবকিছু থেকে শুরু করেই আলোচনা হল ২ জনের। ভারতের কিংবদন্তি অলরাউন্ডারের এমন একটা প্রশ্নবান যে এভাবে তাঁর দিকে ধেয়ে আসবে, তা হয়ত বুঝতে পারেননি।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক নীরজকে প্রশ্ন করেছিলেন যে তাঁর জীবনে কোনও ভালবাসার মানুষ রয়েছে কিনা। বা বিয়ে নিয়ে কেমন ভাবনাচিন্তা রয়েছে তাঁর। বরাবরের লাজুক নীরজ হাসিমুখেই অবশ্য সামলালেন কপিলের ইনস্যুইংয়ার। তিনি বলেন, 'এখন এইসব নিয়ে কিছুই ভাবছি না। শুধুমাত্র খেলাতেই ফোকাস করতে চাই। এখনও অনেক বয়স বাকি আছে বিয়ের জন্য। দেশের জন্য আরও ভাল পারফর্ম করে যাওয়াই আপাতত লক্ষ্য।'
তারকা ব্যক্তিত্বরা কখনওই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলা পছন্দ করেন না। নীরজের জীবনেও কেউ কি রয়েছেন? কপিল ফের প্রশ্ন করেন নীরজকে। ভারতের সোনাজয়ী অ্যাথলিট উত্তরে বলেন, 'পরে কী হবে তা তো কেউ জানে না। বাবা- মায়ের পছন্দ করা ছেলেও হতে পারে। আবার আমারও যদি কাউকে পছন্দ হয়, তাহলে সে যদি রাজি হয় তবে তেমনও হতে পারে। তবে আপাতত এই নিয়ে একদমই ভাবছি না।'
সোনা জয়ের পরই দেশজুড়ে নীরজকে শুভেচ্ছা পাঠাচ্ছে প্রচুর মানুষ সোশ্যাল মিডিয়াতেও তার প্রভাব পড়েছে। শনিবারই জ্যাভলিনে দেশকে সোনা এনে দিয়েছেন তিনি। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক হ্যাশট্যাগ দেখা গিয়েছে নীরজকে নিয়ে। ট্যুইটারে নীরজের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন তাঁর সমর্থকরা। ইনস্টাগ্রামেও ফলোয়ার বেড়ে গিয়েছে ভারতের এই তরুণ জ্যাভলিন থ্রোয়ারের। গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ লক্ষ্যের বেশি ফলোয়ার বেড়ে গিয়েছে নীরজের। এই মুহূর্তে পানিপথের তরুণের ইনস্টা ফলোয়ার সংখ্যা ২.৪ মিলিয়ন।