নয়াদিল্লি ও করাচি: বিরাট কোহলির ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন তোলার জন্য এবার ভারত ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়কদের সমালোচনার সম্মুখীন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।


সম্প্রতি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেতে গিয়ে অ্যান্ডারসন বলেন, ওর (কোহলি) ব্যাটিংয়ে যে খামতিগুলো রয়েছে, তা এখানকার পিচে ঢাকা পড়ে যাচ্ছে। অ্যান্ডারসনের মতে, বিরাটের এই ব্যাটিং-সাফল্যের কারণ হল, এখানকার পিচে বাউন্স ও মুভমেন্ট নেই। তাই তাঁর দুর্বলতার পরীক্ষা নেওয়া যায়নি।


এদিন, অ্যান্ডারসনকে একহাত নেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেব। তিনি জানান, বিরাট এমন একজন ক্রিকেটার যিনি সব পরিবেশেই রান করতে সক্ষম। কপিল বলেন, এক কথায় বিরাট দুরন্ত ক্রিকেট খেলছে। ভারতীয়দের এমন খেলা দেখেও ভাল লাগে। আমি ওর মতো ক্রিকেটার দেখিনি।



এখানেই থেমে না থেকে কপিল মনে করেন, বিরাট বর্তমানে যে ফর্মে রয়েছেন, তাতে সানগ্লাস পরেও তিনি রান করে যাবেন। কপিল সাফ জানিয়ে দেন, বিরাট যে কোনও পরিবেশেই রান করে দেবে। আরেক প্রাক্তন ক্রিকেটার মদন লাল জানান, অ্যান্ডারসন যা খুশি তাই বলতে পারেন। তাতে কিছু তফাত হয় না।


শুধু ভারতীয় নয়, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকও এদিন অ্যান্ডারসনকে কটাক্ষ করেন। বলেন, আগে ভারতের মাটিতে উইকেট নিয়ে ফের কথা বলা উচিৎ জেমস অ্যান্ডারসনের। আমি অ্যান্ডারসনকে ভারতে খুব বেশি উইকেট নিতে দেখিনি। অথচ, ও বিরাটের ব্যাটিং নিয়ে কথা বলছে।


বর্তমানে পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাচক ইনজামামের প্রশ্ন, অ্যান্ডারসন কি বলতে চাইছেন, ইংল্যান্ডে রান পেলে তবেই কোনও ব্যাটসম্যানের ভাল হওয়ার শংসাপত্র মিলবে? তিনি যোগ করেন, উপ-মহাদেশে এলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটাররা সমস্যায় পড়েন। তাহলে কি সেই দল বা ক্রিকেটাররা খারাপ হয়ে গেল?


বিরাট সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা শোনা যায় ইনজামামের মুখে। বলেন, ও রান পেলে দল ভাল করে। ব্যাটসম্যানের জাত চেনার এটাই সেরা উদাহরণ। ওর মধ্যে রানের খিদে রয়েছে।