২০২০র টি-২০ বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন করিনা কপূর
Web Desk, ABP Ananda | 31 Oct 2019 10:31 AM (IST)
২০২০ তে মহিলাদের টি-২০ বিশ্বকাপ খেলা শুরু হবে ২১ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ অবধি। পুরুষদের টি-২০ বিশ্বকাপ চলবে ২০২০র ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর।
মুম্বই: শুটিং ফ্লোর থেকে র্যাম্প, দাপিয়ে বেড়িয়েছেন বরাবর। বিয়ে, মাতৃত্ব, কোনওকিছুই করিনা কপূরের গতিকে দমাতে পারেনি। এবার তিনি ২২ গজে! না, ক্রিকেট ব্যাট হাতে ক্রিজে নামবেন না। ২০২০র টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করবেন তিনি। আগামী বছর অস্ট্রলিয়ায় অনুষ্ঠিত হবে এই ক্রিকেটীয় মহাযজ্ঞ। আগামী শুক্রবারই করিনা উদ্বোধন করবেন ট্রফিগুলি। "আমি এরকম একটি অনুষ্ঠানে সামিল হওয়ার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। যেসব মহিলা ক্রিকেটার এই টুর্নামেন্টে নিজের নিজের দেশের জন্য খেলবেন, তাঁদের উৎসাহ জানাচ্ছি। আন্তর্জাতিক ক্ষেত্রে তাঁদের এই লড়াই সত্যিই গর্বের।" ,বললেন করিনা। " ওঁরা আমাদের সকলের অনুপ্রেরণা। আমার শ্বশুরমশাই একজন প্রবাদপ্রতিম ক্রিকেটার ছিলেন। তাই টি-২০ বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করার সুযোগ পেয়ে আমার গর্ববোধ হচ্ছে।" ২০২০ তে মহিলাদের টি-২০ বিশ্বকাপ খেলা শুরু হবে ২১ ফেব্রুয়ারি। চলবে ৮ মার্চ অবধি। পুরুষদের টি-২০ বিশ্বকাপ চলবে ২০২০র ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর।