মাদ্রিদ: অবশেষে জল্পনাই সত্যি হল। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন করিম বেঞ্জেমা। সরকারিভাবে ক্লাবের পক্ষ থেকেও অফিশিয়াল বিবৃতি দিয়ে দেওয়া হল যে ফরাসি স্ট্রাইকার ক্লাব ছাড়তে চলেছেন। ১৪ বছরের বর্ণময় কেরিয়ার শেষে অবশেষে রিয়ালকে গুডবাই জানাতে চলেছেন বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলার। সান্তিয়াগো বের্নাব্যুতে আর লস ব্ল্যাঙ্কোসদের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে না বেঞ্জেমাকে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আগেই সৌদির ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন। এক মরসুম খেলাও হয়ে গেল সিআর সেভেনের। পিএসজি ছেড়ে মেসিকেও সৌদির ক্লাব বড় অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে বলে খবর। তবে আর্জেন্তাইন তারকা আদৌ সৌদির ক্লাবে যাবেন কি না তা ঠিক নেই। অনেকেই বলছেন, তিনি হয়ত বার্সাতেই ফিরতে পারেন আবার। অন্যদিকে বেঞ্জেমাকেও না কি সৌদি আরবের ক্লাব আল ইতিহাদ ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই গুঞ্জনের শুরু।
রিয়ালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''রিয়াল মাদ্রিদে করিম বেঞ্জেমার কেরিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেঞ্জেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। ক্লাবের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক। দারুণ কিছু মুহূর্ত রয়েছে। যা কোনওদিনও ভুলে যাওয়ার নয়। ক্লাব বরাবর কৃতজ্ঞ থাকবে এমন প্লেয়ারের প্রতি। এই কিংবদন্তি ফুটবলারকে রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানাচ্ছে আগামীর জন্য।''
খেতাব ম্যান সিটির
এল ক্লাসিকোর চেয়ে গুরুত্বে আর প্রতিদ্বন্দ্বিতার আঁচে কোনও অংশে কম নয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd) বনাম ম্যাঞ্চেস্টার সিটি (Man City)। ম্যাঞ্চেস্টার ডার্বি হিসাবে যা ফুটবল দুনিয়ায় বিখ্যাত। আর সেই ম্য়াচে ফের একবার শেষ হাসি হাসল ম্যান সিটি। যা সাম্প্রতিক সময়ে কার্যত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে।
শনিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছিল ওয়েম্বলি স্টেডিয়ামে। এফ এ কাপ ফাইনালে। যে ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ম্যান সিটি। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে জোড়া গোল করে নায়ক ইলকায় গুন্দোয়ান।
ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আর কিক অফের পরেই নাটক। মাত্র ১২ সেকেন্ডের মধ্যে গোল করেন গুন্দোগান। জার্মান তারকা ইতিহাসে নাম তুললেন। এফ এ কাপের ফাইনালে এটাই দ্রুততম গোল। ভিক্টর লিন্ডেলফের ক্লিয়ারেন্স ধরে নিখুঁত ভলিতে ম্যান ইউ গোলকিপার স্তেফান ওর্তেগাকে হার মানান গুন্দোয়ান। সেই থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় ম্যান সিটি।