তামিলনাডু: ভারতীয় ক্রিকেটে কি আর প্রত্যাবর্তনের সুযোগ পাবেন ঋদ্ধিমান সাহা (wriddhiman saha)? এই প্রশ্নের উত্তর ঋদ্ধি নিজেও জানেন না। শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়ার পরই বোর্ডের সভাপতি ও কোচের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। যা খুব একটা ভাল চোখে নেয়নি বোর্ড। এমনকী ঋদ্ধির সমর্থনে কেউ এগিয়েছেন তো কেউ বলেছেন যে বয়সই হয়ত বাধা হয়ে দাঁড়িয়েছে বাংলার তারকা উইকেট কিপার ব্য়াটারের।
কিন্তু এবার ঋদ্ধির সমর্থনে মুখ খুললেন দীনেশ কার্তিক। তবে তিনি এমনও বলছেন যে, ''ঋদ্ধির জন্য কিছুটা খারাপ লাগছেই। আমরা সবাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করি। সবার লক্ষ্য থাকে দেশের হয়ে খেলা। এতগুলো বছর ধরে ওঁ দেশের সেবা করেছে। হঠাৎ যদি কাউকে শুনতে হয় যে তোমার সময় শেষ, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবটাও মেনে নিতে হবে।''
এরপরই ঋষভ পন্থের প্রসঙ্গ টেনে প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক বলেন, ''পন্থকে আমরা দেখে এসেছি এতদিন ধরে। ও কিন্তু নিজেকে প্রমাণ করেছে প্রতিদিন। দুর্দান্ত পারফর্ম করেছে গত কয়েক বছরে। ওকে যেভাবে দল ব্যাক আপ করেছে, তার থেকেই বোঝা যাচ্ছে যে আগামীদিনে কোন পথে হাঁটতে চলেছে দল। পন্থ কিন্তু নিজের জায়গা রীতিমতো আদায় করে নিয়েছে। এখন তাই ওই প্রথম পছন্দে দলের।''
এর আগে ঋদ্ধিমান ইস্যুতে ভারতীয় দলের হেডকোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন, 'ওর কথায় আমি আহত হইনি। ঋদ্ধিমান সাহার প্রতি, ওর কৃতিত্ব এবং ভারতীয় ক্রিকেটে ওর অবদানের প্রতি আমি ভীষণ শ্রদ্ধাশীল। সেই জন্যই ওর সঙ্গে কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল সততা ও স্বচ্ছতা ওর প্রাপ্য। আমি ক্রিকেটারদের সঙ্গে কথা বলায় বিশ্বাসী। আমি যা বলব তার সঙ্গে ক্রিকেটারেরা সকলে একমত হবে তা আশা করি না। তাতে লাভ হয় না। প্লেয়ারদের সঙ্গে কঠিন কথোপকথন হতে পারে, কিন্তু তাই বলে সব কিছু ধামাচাপা দিয়ে দিলাম আর কথাই বললাম না, তা ঠিক নয়।'