কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে করুণ নায়ারের ট্রিপল সেঞ্চুরি তাঁকে বীরেন্দ্র সহবাগের কথা মনে করিয়ে দিয়েছে বলে মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। করুণ নায়ারের আগে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন নজফগড়ের নবাব। তাঁর ঝুলিতে রয়েছে দুদুটি ট্রিপল। ২০০৪- এ মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ এবং এই চেন্নাইয়েই ২০০৮-এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ রান করেন সহবাগ।
এদিন চেন্নাইয়ে চিদম্বরম স্টেডিয়ামে করুণ নায়ারের ইনিংসে আপ্লুত দেশের প্রাক্তন ক্রিকেটাররা। সৌরভ বলেছেন, করুন দুরন্ত ইনিংস খেলেছে। আমার তো সহবাগকে মনে পড়ছিল।
তবে বীরুর সঙ্গে করুণ নায়ারের কোনও তুলনায় অবশ্য যাননি সৌরভ। তিনি বলেছেন, একেবারে আলাদা পরিস্থিতি ও সময়ে এই ইনিংস। এর মধ্যে কোনও তুলনা হয় না।
করুণ নায়ার টিম কোহলির নিশ্চিতভাবেই নিয়মিত সদস্য হয়ে উঠবেন বলেও মন্তব্য করেছেন সৌরভ।
করুণের ট্রিপলের আলোয় কে এল রাহুলের ১৯৯ রানের ইনিংস চাপা পড়ে গেল কিনা, এই প্রশ্নের উত্তরে ২০০৪-র মুলতান টেস্টের প্রসঙ্গ উল্লেখ করেছেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক। সেই টেস্টে সচিন ১৯৪ রান করলেও ৩০৯ রানের ইনিংস খেলে সবাইকে ছাপিয়ে গিয়েছিলেন বীরু। ক্রিকেটে এটা নতুন কিছু নয় বলেও মন্তব্য করেছেন সৌরভ।
করুণের ইনিংস সহবাগের কথা মনে করিয়ে দিয়েছে: সৌরভ
ABP Ananda, web desk
Updated at:
19 Dec 2016 11:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -