চেন্নাই: গতকাল স্নায়ুর চাপের কাছে নতিস্বীকার করে লোকেশ রাহুল মাত্র এক রানের জন্য টেস্টে প্রথম দ্বিশতরান করার সুযোগ হারিয়েছিলেন। কিন্তু আজ করুণ নায়ার কোনও ভুল করলেন না। ঠান্ডা মাথায় খেলে টেস্টে নিজের প্রথম শতরানকে দ্বিশতরানে পরিণত করলেন। তাঁর এই ইনিংসের সুবাদে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে ভারত। এই মুহূর্তে ২২৬ রানে ব্যাট করছেন নায়ার। তাঁর সঙ্গে জুটি বেঁধে ১৮১ রান যোগ করার পর ব্যক্তিগত ৬৭ রান করে আউট হয়ে গিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এখন নায়ারের সঙ্গে ক্রিজে আছেন রবীন্দ্র জাডেজা (৩)। এখন ভারতের রান ৬ উইকেটে ৬৩০। লিড ১৫৩ রানের।
এর আগে ভারতের দু জন ক্রিকেটার প্রথম টেস্ট শতরানকে দ্বিশতরানে পরিণত করতে পেরেছিলেন। ১৯৯৩ সালের ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৪ রান করেছিলেন বিনোদ কাম্বলি। এর আগে ১৯৬৫ সালের ১২ মার্চ মুম্বইয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০ রানে অপরাজিত ছিলেন দিলীপ সারদেশাই। এই তালিকায় যুক্ত হল নায়ারের নাম।
এদিন মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ছিল ৫ উইকেটে ৪৬৩। ইংল্যান্ডের থেকে মাত্র ১৪ রানে পিছিয়ে ছিল ভারত। দ্বিতীয় সেশনে সহজেই ইংল্যান্ডের রান টপকে যায় ভারত। তৃতীয় সেশনে লিড বাড়াচ্ছেন নায়ার ও অশ্বিন।
গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩৯১। আজ সকালে মুরলী বিজয় (২৯) আউট হওয়ার পর অশ্বিন ও নায়ার সাবলীলভাবেই ব্যাটিং করছেন। ফলে ভারতের বড় লিড নেওয়া সম্ভাব হয়েছে। এই টেস্টে এখনও এক দিন বাকি। যা পরিস্থিতি তাতে ভারতের জয়ের সম্ভাবনা যথেষ্ট।
করুণ নায়ারের দ্বিশতরান, চেন্নাইয়ে রানের পাহাড়ে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2016 02:53 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -