করুণ নায়ারের শতরান, ইংল্যান্ডের রান টপকে যাওয়ার পথে ভারত
Web Desk, ABP Ananda | 19 Dec 2016 11:41 AM (IST)
চেন্নাই: বেন স্টোকস ঠিকই বলেছেন, বর্তমান ভারতীয় দল মোটেই বিরাট কোহলি নির্ভর নয়। ভারতের টেস্ট অধিনায়ক দলের সেরা তারকা হলেও, তিনি যেদিন রান পান না, সেদিন বাকিরা দলকে ভরসা দেন। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্টে ভারতের প্রথম ইনিংসে সেটাই দেখা গেল। বিরাট মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফিরলেও, লোকেশ রাহুলের ১৯৯ রানের রাজকীয় ইনিংসের পর এবার করুণ নায়ারও টেস্টে প্রথম শতরান করে ফেললেন। ফলে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান টপকে যাওয়ার পথে ভারত। এখন ১২২ রানে ব্যাট করছেন নায়ার। তাঁর সঙ্গী টেস্টে এক নম্বর অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন (৯)। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৫ উইকেটে ৪৬৩। ইংল্যান্ডের থেকে মাত্র ১৪ রানে পিছিয়ে ভারত। গতকাল তৃতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ৩৯১। আজ সকালে মুরলী বিজয় (২৯) আউট হওয়ার পর অশ্বিন ও নায়ার সাবলীলভাবেই ব্যাটিং করছেন। ফলে ভারতের বড় লিড নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই টেস্টে এখনও পাঁচটি সেশন বাকি। যা পরিস্থিতি তাতে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই বেশি।