শ্রীনগর: স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব সোসিয়েদাদ ডেপোর্টিভো লেনেনসে প্রয়েনাস্তুরের হয়ে খেলতে যাচ্ছেন কাশ্মীরের দুই তরুণ ফুটবলার। বাসিত আহমেদ ও মহম্মদ আসরার রেহবার আগামী ৬ মাস স্পেনের এই ক্লাবের হয়ে খেলবেন।
এই দুই ফুটবলারেরই বয়স ১৮। তাঁরা দু জনেই শ্রীনগরের বাসিন্দা। সিআরপিএফ-এর ফুটবল প্রতিভা অন্বেষণ প্রকল্পের ফসল এই দুই ফুটবলার। কাশ্মীরের তরুণদের খেলার সঙ্গে যুক্ত করে উপত্যকায় শান্তি ফেরানোর উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। সেরকমই একটি শিবিরে নজর কেড়ে নেন স্ট্রাইকার বাসিত ও উইঙ্গার মহম্মদ। তাঁরা দু জনেই জুনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়েও খেলেছেন। মহম্মদ সন্তোষ ট্রফি এবং ডুরান্ড কাপেও খেলেছেন।
সিআরপিএফ-এর এক আধিকারিক বলেছেন, তরুণদের শুধু ফুটবল প্রশিক্ষণ দেওয়াই নয়, তাদের বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্য বিদেশের ক্লাবগুলির সঙ্গে চুক্তি করেছে সেনাবাহিনী। সেই চুক্তি অনুসারেই স্পেনের ক্লাবটি জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বাসিত ও মহম্মদকে দলে নিতে রাজি হয়েছে। এই প্রথম ভারতের ফুটবলাররা স্পেনের ক্লাবে খেলতে যাচ্ছেন।
স্পেনের ক্লাবে খেলতে যাচ্ছেন কাশ্মীরের দুই তরুণ ফুটবলার
Web Desk, ABP Ananda
Updated at:
07 Jan 2017 03:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -