আন্দ্রিয়া (ইতালি): বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়ল কাশ্মীরের আট বছরের মেয়ে তাজমুল ইসলাম। ইতালির আন্দ্রিয়াতে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতায় ৯০টি দেশের প্রতিযোগীরা যোগ দিয়েছিল। তাদের হারিয়ে সেরা হয়েছে তাজমুল।
উপত্যকার এই খুদে কিক বক্সিং খেলোয়াড়ের কোচ মাস্টার ফসিল আলি বলেছেন, পাঁচ দিনে ৬টি লড়াই জিতেছে তাজমুল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগীকে হারিয়ে সে সোনা জিতেছে।
জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার তার্কপোরা গ্রামের বাসিন্দা তাজমুল। সে সেনাবাহিনীর স্কুলে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তার এই ঐতিহাসিক সাফল্যে গোটা উপত্যকা উচ্ছ্বসিত।
জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী নঈম আখতার বলেছেন, তাঁরা তাজমুলের জন্য গর্বিত। রাজ্য স্পোর্টস কাউন্সিলের সচিব ওয়াহিদ পারা বলেছেন, মাত্র আট বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে ইতিহাস গড়েছে তাজমুল। এখন তার ফেরার অপেক্ষায় কাশ্মীরবাসীরা। তাজমুলকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।
বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা কাশ্মীরের বালিকা তাজমুলের
Web Desk, ABP Ananda
Updated at:
12 Nov 2016 06:26 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -