গত ২৯ অক্টোবর বিশাখাপত্তনমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ একদিনের ম্যাচে চোট পান রোহিত। সেই চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের দলে তিনি নেই। এমনকী, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দলেও এই ডান হাতি ব্যাটসম্যানের থাকার সম্ভাবনা নেই। কারণ, অস্ত্রোপচারের পর তাঁকে ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
অস্ত্রোপচারের পর ট্যুইট করে রোহিত বলেছেন, ‘সবকিছু ঠিকঠাক ছিল। সবার শুভেচ্ছার জন্য ধন্যবাদ। ফিরে আসার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’