শ্রীনগর ও নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর সরকার তাদের জেলার ক্রীড়াবিদদের অনুশীলনের জন্য কোনওরকম সুযোগ-সুবিধা দিচ্ছে না বলে অভিযোগ করল বান্দিপোরা জেলার খুদে কিক-বক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলাম। ফেসবুকে একটি ভিডিও আপলোড করে আট বছর বয়সি এই কিক-বক্সিং চ্যাম্পিয়ন বলেছে, ‘আমাদের অনুশীলন করার জন্য ইন্ডোর স্টেডিয়াম এবং ম্যাট নেই। যেখানে অনুশীলন করি তার মাথার উপর টিনের ছাদ। সেটা আবার ফুটো। বর্ষার সময় যেমন জল পড়ে, তেমনই শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় শীতকালে অনুশীলন করা যায় না। জম্মু ও দিল্লিতে ক্রীড়াবিদরা প্রচুর সুবিধা পায়। তারা সারা বছর অনুশীলন করতে পারে। রাজ্য সরকার অনেক কথা বলেছে। কিন্তু আমাদের জন্য কিছুই করেনি।’
গত বছর ইতালিতে বিশ্ব কিক-বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে তাজামুল। সে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করায় আসরে নেমেছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল। তিনি জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে চিঠি দিয়ে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের সব জেলায় ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য হল তৈরির প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং অর্থ বরাদ্দ করেছে। কিক-বক্সিং খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের। তাজামুলের যদি নির্দিষ্ট কোনও সাহায্য দরকার হয়, তাহলে কেন্দ্রীয় সরকার তাকে সাহায্য করতে তৈরি।