স্পট-ফিক্সিংকাণ্ডে সাসপেন্ড পাকিস্তানের আরও এক ক্রিকেটার
Web Desk, ABP Ananda | 17 Mar 2017 06:04 PM (IST)
করাচি: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে পাকিস্তানের চতুর্থ ক্রিকেটার হিসেবে সাসপেন্ড হলেন শাহজাইব হাসান। এই ব্যাটসম্যানের বিরুদ্ধে আদর্শ আচরণবিধির ২.১.৪, ২.৪.৪ এবং ২.৪.৫ ধারা ভঙ্গ করার অভিযোগ উঠেছে। আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিন সময় পাচ্ছেন শাহজাইব। পিসিবি সূত্রে খবর, ২০০৯ সালে টি-২০ বিশ্বকাপ খেলা শাহজাইবকে মঙ্গল ও বুধবার লাহৌরে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা এবং আইনি বিশেষজ্ঞরা দীর্ঘক্ষণ জেরা করেন। নিজে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার পাশাপাশি শাহজাইবের বিরুদ্ধে অন্যদেরও স্পট-ফিক্সিংয়ে জড়ানোর চেষ্টা করারও অভিযোগ রয়েছে শাহজাইবের বিরুদ্ধে। তিনি অবশ্য দাবি করেছেন, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফোন করে স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দেয়। সে হুমকি দেয়, এ বিষয়ে কাউকে জানালে শাহজাইব ও তাঁর পরিবারের লোকেদের ক্ষতি করা হবে। সেই কারণেই তিনি এই ঘটনার কথা কাউকে জানাননি। শাহজাইবের আগে স্পট-ফিক্সিংকাণ্ডে সাসপেন্ড করা হয়েছে শারজিল খান, খালিদ লতিফ ও মহম্মদ ইরফানকে। এই ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতি আসগর হায়দারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করেছে পিসিবি। আরও কেউ স্পট-ফিক্সিংয়ে জড়িত কি না, সেটা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পিসিবি।