মুম্বই: সামনে প্রশ্নকর্তার ভূমিকায় বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন (Amitabh Bachhan)। পাশে হটসিটে জাতীয় দলের প্রবাদপ্রতিম অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে বীরেন্দ্র সহবাগের (Virender Sehwag) ভ্রুক্ষেপ নেই। তিনি নিজস্ব বাচনভঙ্গিতে স্বমহিমায়। অমিতাভের প্রশ্নে অকপটে বলে দিচ্ছেন, বিপদে পড়লে দাদা তো আমাকেই খুঁজত!
গত সপ্তাহ থেকে শুরু হয়েছে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র ১৩ নম্বর সিজন। সোম থেকে শুক্র সোনি টিভিতে সম্প্রচারিত হয় ক্যুইজ নির্ভর এই গেম শো। পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যায় কৌন বনেগা ক্রোড়পতি। কেবিসি-র চলতি সিজনের প্রতি সপ্তাহে 'শানদার শুক্রবার' নামের বিশেষ পর্বে দেখা যাবে তারকাদের। এবারে সেই বিশেষ পর্বে হাজির থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সহবাগ। শ্যুটিং হয়ে গিয়েছে। সম্প্রতি সেই পর্বের একটি প্রোমো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। এবারে সামনে এল শোয়ের নতুন প্রোমো। সেখানে সহবাগকে দেখা যাচ্ছে অমিতাভের কাছে সৌরভের নামে নালিশ করতে।
প্রোমোর এক জায়গায় 'বিগ বি'-র উদ্দেশে সৌরভকে বলতে শোনা যাচ্ছে, তিনি যেন কখনওই সহবাগকে বিশ্বাস না করেন। করলেই পস্তাতে হবে। তাতে বীরুর জবাব, 'এখন উনি একথা বলছেন। অথচ মাঠে বড় রান করার প্রয়োজন হলেই উনি এই বীরুকেই খুঁজতেন। ব্যাটিংয়ে কে ওপেন করবে ভেবে পাচ্ছেন না, ডাকো বীরুকে। বোলাররা পার্টনারশিপ ভাঙতে পারছে না, আমিই কাজে এসেছি! আমিই প্রতিবার ওঁর মুশকিল আসান হয়েছি'। সৌরভ ও অমিতাভ দু'জনেই তখন হেসে গড়িয়ে পড়ছেন।
অন্য একটি প্রোমোতে বীরুকে অমিতাভ প্রশ্ন করেন, ফিল্ডিং করার সময় ক্যাচ মিস হয়ে গেলে কী করতে? প্রশ্ন শোনা মাত্র বীরু সৌরভের দিকে ইশারা করে বলে উঠেন, ‘যদি কোচ গ্রেগ চ্যাপেল হন, তবে গাইব আপনি তো য্যায়সে ত্য়ায়সে, থোরি অ্য়ায়সে ইয়া ওয়সে কাট জায়েগি, আপকা ক্যায়া হোগা জনাবে আলি…’। গান শুনে রীতিমতো কপাল চাপড়াতে দেখা গেল সৌরভকে। সঞ্চালক অমিতাভও হাসিতে ফেটে পড়েছেন।
বীরু একাই যেন একশো। খুনসুটি করে গোটা শো মাতিয়ে দিয়েছেন। সৌরভও সঙ্গত করেছেন। দর্শকেরা এখন থেকেই এই স্পেশ্যাল শোয়ের অপেক্ষা করছেন।