দীপাকে ৫০ লক্ষ টাকা দেবে তেলঙ্গানা সরকার
Web Desk, ABP Ananda | 21 Aug 2016 03:39 PM (IST)
হায়দরাবাদ: রিও অলিম্পিকে জিমন্যাস্টিকে চতুর্থ হওয়া দীপা কর্মকারকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তাঁর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রিও অলিম্পিকে ভারতীয় মহিলা অ্যাথলিটরা অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদের এই পারফরম্যান্স অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। সব ক্ষেত্রে মেয়েদের উৎসাহ দেওয়া উচিত। তাঁদের প্রচেষ্টাকে দেশের সবারই সাহায্য করা উচিত।’ প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন দীপা। রিও অলিম্পিকে ভল্ট বিভাগের ফাইনালে পৌঁছে যান তিনি। সেখানে অল্পের জন্য চতুর্থ হন ত্রিপুরার এই বাঙালি জিমন্যাস্ট। পদক না পেলেও, সারা দেশের প্রশংসা পাচ্ছেন দীপা। সেই কারণেই দুই পদকজয়ী পিভি সিন্ধু এবং সাক্ষী মালিকের পর তাঁকেও আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল তেলঙ্গানা সরকার।