মুম্বই: ছেলে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেই শতরানের দোরগোড়ায়। আর মাত্র ৪ রান করতে পারলেই অভিষেক টেস্টে শতরানের নজির গড়বে। ঠিক সেই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। ফলে ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে কেটন জেনিংসের শতরান দেখতে পেলেন না তাঁর বাবা রে জেনিংস।
কেটন যখন ওয়াংখেড়েতে খেলছেন, তখন মরিশাসে ছুটি কাটাচ্ছেন তাঁর বাবা-মা। সেখানেই ঘটে বিদ্যুৎ বিভ্রাট। ফলে উদ্বেগের প্রহর কাটাতে হয় সিনিয়র জেনিংসকে। বিদ্যুৎ যখন ফিরে আসে, তখন ১১১ রানে ব্যাট করছেন কেটন। আর এক রান করেই তিনি আউট হয়ে যান।
রে জেনিংস বলেছেন, সরাসরি কেটনের শতরান দেখতে না পেলেও, পরে তিনি এই ইনিংস দেখেছেন। তাঁর পরিবারের লোকেরা শতরানের মুহূর্তের ভিডিও পাঠিয়েছেন।
মরিশাসে বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাতে যাওয়ার কথা ছিল কেটনেরও। কিন্তু চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলে ডাক পাওয়ায় সংযুক্ত আরব আমিরশাহি থেকে তিনি মুম্বইয়ে উড়ে যান। অভিষেক টেস্টেই শতরান করে বাবাকে গর্বিত করলেন কেটন।
বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় কেটন জেনিংসের শতরান দেখতে পেলেন না বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Dec 2016 09:23 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -