ম্যাকে (অস্ট্রেলিয়া): অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াডকে ৬ উইকেটে হারিয়ে কোয়াড্র্যাংগুলার সিরিজের ফাইনালে ওঠার পথে অনেকটা এগিয়ে গেল ভারতীয় এ দল। পাঁচ ম্যাচে ভারতের সংগ্রহ এখন ১৬ পয়েন্ট।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার দলটি প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৭ রান করে। ভারতীয় এ দলের হয়ে তিন উইকেট নেন বরুণ অ্যারন। জবাবে ব্যাট করতে নেমে ৪১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় এ দল। কিন্তু কেদার যাদবের ৯৩ এবং শ্রেয়াস আয়ারের ৬২ রানের সৌজন্যে জয় আসে।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল পারফরম্যান্স স্কোয়াডকে হারাল ভারতীয় এ দল
Web Desk, ABP Ananda
Updated at:
27 Aug 2016 10:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -