লখনউ: অধিনায়ক হিসেবে সফল তিনি। জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ২ টো ফর্ম্যাটেই ক্লিনসুইপ করেছেন প্র্রতিপক্ষকে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ। তার আগে তরুণদের উদ্দেশে পরামর্শ দিলেন ভারত অধিনায়ক। গত কয়েকটি সিরিজে ভারতীয় দলে উঠে এসেছেন একাধিক তরুণ ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ, বেঙ্কটেশ আইয়ার, হর্ষল পটেল, রবি বিষ্ণোইয়ের মতো অনেকে। সুযোগের সদ্বব্য়বহারও করেছেন সবাই।


তরুণ যাঁরা এখনও জাতীয় দলে সুযোগ পাননি, তাঁদের নিয়ে রোহিতের বার্তা, "প্রত্যেক জুনিয়র ক্রিকেটার যাঁরা আছে, তাঁদের প্রত্যেকেই নিজেদের কাজ সম্পর্কে ওয়াকিবহাল। আমি বলব যে তোমরা শুধুই রান করে যাওয়া। নিজের কর্তব্য করে যাও। সবাই তোমাদের পারফরম্যান্স দেখছে।''


এরপরই রোহিত আরও বলেন, ''আমার মনে হয় একটা না একটা সময় সুযোগ আসবেই। তাই কখন আমি সুযোগ পাব, কখন পাব না এই সব নিয়ে ভাবার কোনও মানে হয় না। প্রত্যেক প্লেয়ারের নিজের পারফরম্যান্সেই শুধু মন দেওয়া উচিত। তাছাড়া কেমন কম্বিনেশন আমরা সাজাব, কেমন স্কোয়াড গঠন হবে, সেই সবও নির্ভর করে। কেমন পিচে খেলা হবে, তার ওপরও অনেক সময় দল নির্বাচন নির্ভর করে।''


এদিকে, শ্রীলঙ্কার (srilanka) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গেলেন দীপক চাহার (deepak chahar) ও সূর্যকুমার যাদব (suryakumar yadav)। ওয়েস্ট ইন্ডিজের (west indies) বিরুদ্ধে টি-টোয়েন্টি (t20) সিরিজের শেষ ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন ২ জনই। বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন দীপক। আর ফিল্ডিংয়ের সময় হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছিল সূর্যকুমার যাদবের। ২ জনই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু লঙ্কা সিরিজের আগে চোট পেয়ে ছিটকে গেলেন ভারতীয় স্কোয়াড থেকে। তাঁদের ২ জনকেই বেঙ্গালুরুতে এনসিএ অ্যাকাডেমিতে রিহ্যাবের জন্য যেতে বলা হয়েছে।