আইপিএলের এই ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন পিটারসেন। পুনে তখন ফিল্ডিং করছিল। মনোজ তিওয়ারি ছিলেন প্রথম স্লিপে। তাঁর কানে ছিল মাইক্রোফোন। তিনি ফিল্ডিং করতে করতেই পিটারসেনের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় পিটারসেন বলেন, মনোজ, ধোনিকে শুধু বল যে, আমি ওর থেকে ভালো গল্ফার।
মনোজ সেই কথা উইকেটকিপিংয়ের দায়িত্বে থাকা ধোনিকে বলেন। সে কথা শুনেই মনোজের কানে থাকা মাইক্রোফোনের দিকে একটু ঝুঁকে মাহি মজার ছলে পিটারসেনকে বলেন, তুমি কিন্তু এখনও পর্যন্ত আমার প্রথম টেস্ট উইকেট।
ধোনির এই সরস উত্তরে হেসে ফেলেন পিটারসেন।
আসলে ২০১১ তে ভারতীয় দলের ইংল্যান্ড সফরে লর্ডস টেস্ট চলাকালে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য বল করতে পারছিলেন না জাহির খান। এই অবস্থায় মিডিয়াম পেস বল করার সিদ্ধান্ত নেন ধোনি। তিনি পিটারসেনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন। কিন্তু ডিআরএস-এর জেরে আউট হওয়া থেকে রক্ষা পান পিটারসেন।
সেই ম্যাচের পর থেকে আর কোনওদিন টেস্টে বল করেননি ধোনি। একদিনের ম্যাচে তাঁর একমাত্র উইকেট ওয়েস্ট ইন্ডিজের ট্র্যাভিস ডাউলিন।