কলকাতা: জীবন এখন এগোয় সেলফোনে। সেখানেই যাবতীয় বন্ধুত্ব, মন কষাকষি আর কথোপকথন। চোখের সামনে কথা বলার মানুষ থাকলেও উভয়পক্ষেরই নজর আটকে থাকে মুঠো ফোনের ছোট্ট পর্দায়। বর্তমান জীবনের এই আশ্চর্য শেকড়হীনতাকে তুলে ধরল বর্ষীয়সী আশা ভোঁসলের একটি টুইট।

প্রবাদপ্রতিম গায়িকা আশি পেরিয়েছেন কয়েক বছর। সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকলেও সেলফোন দুনিয়া এখনও অচেনা ঠেকে তাঁর। টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি, তাতে দেখা যাচ্ছে, সোফায় বসে আশা, সঙ্গে বর্তমান প্রজন্মের ৪ যুবক। আশাকে দেখেই বোঝা যাচ্ছে, তিনি চাইছেন সকলের সঙ্গে কথা বলতে কিন্তু বাকিদের সময় কোথায়। তাঁরা প্রত্যেকেই নিমজ্জিত নিজের নিজের মুঠোফোনে।

গায়িকা লিখেছেন, বাগডোগরা থেকে কলকাতা, এত ভাল সঙ্গী কিন্তু কথা বলার কেউ নেই। তারপর তিনি ধন্যবাদ দিয়েছেন টেলিফোন নির্মাতা আলেকজান্ডার গ্রাহাম বেলকে।

দেখুন তাঁর টুইট




আশার এই টুইট ৫,০০০-এর বেশি রিটুইট হয়েছে, লাইক পড়েছে ১৭,০০০। অনেকেই বলেছেন, এই মন্তব্য তাঁদের চোখ খুলে দিল। আবার অনেকের বক্তব্য, সামনে আশা ভোঁসলের মত গায়িকা থাকলে মোবাইলে ডুব দেওয়ার কথা তাঁরা কল্পনা করতে পারতেন না।