রোহতক: রিও অলিম্পিক থেকে দেশকে রুপো এনে দেওয়া শাটলার পিভি সিন্ধুর নামই মনে নেই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের! তিনি কোন রাজ্যের সেটাও জানেন না খট্টার। তিনি দিব্যি সিন্ধুকে কর্ণাটকের খেলোয়াড় বলে দিলেন। তা-ও আবার রিও থেকে দেশকে প্রথম পদক এনে দেওয়া সাক্ষী মালিকের সংবর্ধনা অনুষ্ঠানে। আজ এমনই হাস্যকর ঘটনার সাক্ষী থাকল দেশ।
আজই দেশে ফিরেছেন কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ী সাক্ষী। রোহতকের কাছে বাহাদুরগড়ে তাঁকে সংবর্ধনা দেয় হরিয়ানা সরকার। সেখানেই খট্টার বলেন, ‘আমাদের দুই কন্যা রাখী উৎসবের দিন পদক এনেছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। হরিয়ানার সাক্ষী মালিক এবং (একজনকে নাম জিজ্ঞাসা করে) কর্ণাটকের পিভি সিন্ধু পদক জিতেছেন।’
নাম এবং কোন রাজ্যের সেটা ভুলে গেলেও, সিন্ধুকে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, রাজ্যে পুলিশ বিভাগে নিয়োগের পরীক্ষায় যে অ্যাথলিটরা জোরে দৌড়েছেন, তাঁদের চিহ্নিত করা হবে এবং তাঁরা যাতে উন্নতি করতে পারেন, সেজন্য সাহায্য করা হবে।
সিন্ধু কর্ণাটকের! নাম ভুলে বিভ্রাট খট্টারের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Aug 2016 12:29 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -