কলকাতা: বুধবার বিকেল ৪টে ৮ মিনিট নাগাদ জোর ভূমিকম্পে ফের কাঁপল কলকাতা।
  • কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভূমিকম্প।
  • মালদা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়িতে ভূমিকম্প। ভূমিকম্প অনুভূত নদিয়াতেও।
  • কম্পন অনুভূত দেশের পূর্ব এবং উত্তর-পূর্ব প্রান্তে।
  • কম্পন অনুভূত বাংলাদেশে।
  • প্রাথমিকস্তরে জানা গিয়েছে ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.৮। উৎসস্থল মায়ানমার।
  • ভূমিকম্পের পরেই বন্ধ মেট্রো চলাচল।
  • কম্পন-আতঙ্কে নবান্নে ছুটি ঘোষণা।
বিস্তারিত একটু পরেই...