নয়াদিল্লি: দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত। যার জেরে এবার স্থগিত করে দেওয়া হল খেলো ইন্ডিয়া (Khelo India) ইয়ুথ গেমস। ৫ থেকে ১৪ ফেব্রুয়ারি হরিয়ানার হওয়ার কথা ছিল গেমস। তবে মঙ্গলবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) থেকে বলে দেওয়া হল, আপাতত স্থগিত থাকছে এই প্রতিযোগিতা।


ইভেন্টটি প্রথমে হওয়ার কথা ছিল গত বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ। কিন্তু করোনার কারণেই তা পিছিয়ে ফেব্রুয়ারিতে করা হয়েছিল। যদিও ফের তা অনিশ্চিত হয়ে পড়ল। করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় ফের স্থগিত করে দেওয়া হল প্রতিযোগিতা।


২০২০ সালে গুয়াহাটিতে হয়েছিল খেলো ইন্ডিয়া গেমস। এ বছর পাঁচ শহরে হওয়ার কথা ছিল ইভেন্টটি। পঞ্চকুলা, আম্বালা, চণ্ডীগড়, শাহাবাদ ও দিল্লিতে হওয়ার কথা ছিল ২৫টি খেলা সম্বলিত প্রতিযোগিতা। গোটা দেশের ১০ হাজার অ্যাথলিটের অংশ নেওয়ার কথা ছিল।


দেশে দৈনিক সংক্রমণ (Daily COVID Cases) পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৭০ হাজারের কাছাকাছি। কিন্তু করোনার প্রকোপ থেকে এখনই নিস্তার নেই। বরং আগামী দিনে সংক্রমণ বৃদ্ধি শিখরে গিয়ে ঠেকতে পারে। অতিসংক্রামক ওমিক্রন (COVID Variant Omicron) আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়ে চলেছে, তাতে এমনই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড বিধি (COVID Restrictions) পালন এবং সার্বিক টিকাকরণই  (COVID-19 Vaccination)এর থেকে বাঁচার একমাত্র উপায় বলে মত তাঁদের।


রাজ্যে অব্যাহত করোনা দাপট। সোমবার সংক্রমণ কমে ১৯ হাজারের কোঠায় নামলেও রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ফের ২১ হাজার পার। রাজ্যে একদিনে ২১ হাজার ৯৮জন করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় করোনায় বাড়ল মৃত্যু। রাজ্যে একদিনে করোনায় ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ৫৬৫। কলকাতায় একদিনে করোনায় ৬জনের মৃত্যু। উত্তর ২৪ পরগনায় একদিনে ৪ হাজার ১৬জন সংক্রমিত। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৫জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ১ হাজার ৪৩৫জন সংক্রমিত। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে করোনায় ৩জনের মৃত্যু হয়েছে। হাওড়ায় একদিনে ১ হাজার ৮১৫জন সংক্রমিত, ৩জনের মৃত্যু। নদিয়ায় একদিনে ৩৮৫জন সংক্রমিত, ২জনের মৃত্যু। রাজ্যে গতকালের তুলনায় বাড়ল টেস্ট, কমল পজিটিভিটি রেট। হাওড়ায় মাইক্রো কনটেনমেন্ট জোন ৪১ থেকে বেড়ে ৬৬।