ব্যাডমিন্টনে সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে কিদম্বী শ্রীকান্ত
Web Desk, ABP Ananda | 14 Aug 2016 03:41 PM (IST)
রিও ডি জেনেইরো: সাইনা নেহওয়াল হতাশ করলেও, রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কিদম্বী শ্রীকান্ত। রবিবার সুইডেনের হেনরি হারস্কাইনেনকে হারিয়ে প্রি-কোয়ার্টারে জায়গা করে নিয়েছেন শ্রীকান্ত। তাঁর পক্ষে ম্যাচের ফল ২১-৬, ২১-১৮। প্রথম গেম সহজেই জিতে নিলেও, পরের গেমে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল শ্রীকান্তকে। তবে তিনি ভালভাবেই সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেন। সুইডেনের প্রতিপক্ষকে কোনও সময়েই ম্যাচে আধিপত্য বিস্তার করতে দেননি শ্রীকান্ত। তিনি দাপটেই ম্যাচ জিতে নেন।