লন্ডন: তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া তারকা। আইপিএলে (IPL) মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন সাফল্যের সঙ্গে। পরে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের কোচিং স্টাফ হিসাবেও দেখা গিয়েছে তাঁকে।


কায়রন পোলার্ড (Kieron Pollard)। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অলরাউন্ডারকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) তিনি কাজ করবেন ইংল্যান্ড দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকার মাটিতে খেলা হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, দলের সহকারী কোচ হিসাবে কাজ করবেন পোলার্ড। 


ওয়েস্ট ইন্ডিজের আবহাওয়া ও পরিবেশ-পরিস্থিতি নিয়ে অনেক বেশি পোলার্ড। তাঁর সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। সেই কারণেই পোলার্ডকে দলের সহকারী কোচ করা হয়েছে বলে জানিয়েছে ইসিবি।                       


 






টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও রয়েছে পোলার্ডের। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। সেই দলের অন্যতম সদস্য ছিলেন পোলার্ড। গত বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তারপর আইপিএল থেকেও অবসর নেন। মুম্বই ইন্ডিয়ান্সের ব্য়াটিং কোচ হিসাবে গত আইপিএলে দেখা গিয়েছিল পোলার্ডকে।


আগামী বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই, জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। অধিকাংশ দলের কাছেই আর প্রস্তুতির জন্য বেশি সময় ও সিরিজ নেই। পাশাপাশি, দলকে শক্তিশালী করার লক্ষ্যে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে সব দলের টিম ম্যানেজমেন্ট ও বোর্ড। একই ভাবে ইংল্যান্ড দলও আসন্ন টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করে বড় সিদ্ধান্ত নিয়েছে। তারা ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার পোলার্ডকে নিয়োগ করল দলের সহকারী কোচ হিসেবে। পোলার্ড ওয়েস্ট ইন্ডিজের পিচ কেমন তা সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন এবং তাঁর পরামর্শ ইংল্যান্ড ক্রিকেট দলকে ভালো ফল করতে সাহায্য করবে।


২০২৪ সালের ৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।                               


আরও পড়ুন: প্রথম IPL-এ চ্যাম্পিয়ন, নিলাম থেকে কিনল মাত্র ৫ ক্রিকেটার, কেমন হল রাজস্থান রয়্যালস?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে