বেঙ্গালুরু: পেসার জয়দেব উনাদকট এবারের আইপিএল নিলামে ভারতীয় ক্রিকেটার হিসেবে সবচেয়ে দর পেয়েছেন। রাজস্থান রয়্যালস তাঁকে ১১.৫০ কোটি টাকায় কিনেছে। শনিবার আইপিএলের প্রথম দিনের নিলামে সবচেয়ে দামী ভারতীয় ক্রিকেটার ছিলেন মণীষ পান্ডে ও লোকেশ রাহুল। পান্ডেকে সানরাইজার্স হায়দরাবাদ ও রাহুলকে কিংস ইলেভেন পঞ্জাব কিনেছে। দুজনেরই দর উঠেছে ১১ কোটি টাকা।
পঞ্জাব প্রথম দিনের নিলামে আনসোল্ড থাকা ক্রিস গেইলকে বেস প্রাইস ২ কোটি টাকায় কিনেছে। শুধু তাই নয়, পঞ্জাব দলে নিয়েছে আফগানিস্তানের স্পিনার মুজিব জাদরানকে। চার কোটি টাকা পেয়ে ভারতে আইপিএলে খেলতে আসছে এই আফগান স্পিনার। তাকে দলে নেওয়ার কারণ সম্পর্কে জানিয়েছেন পঞ্জাবের সহ মালিক প্রীতি জিন্টা। তিনি বলেছেন, ১৬ বছরের মুজিব 'মিস্ট্রি স্পিনার'। তার বোলিংয়ে ধাঁধায় পড়ে যায় ব্যাটসম্যানরা। এজন্যই তাকে কিনতে চার কোটি টাকা খরচ করেছে কিংস ইলেভেন পঞ্জাব।
প্রীতি বলেছেন, ওকে দলে নেওয়া টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। ও প্রতিভাধর ক্রিকেটার। ওর বোলিংয়ে কিছু রহস্যময় দিক রয়েছে। সেই কারণেই মুজিবকে দলে নেওয়া হয়েছে।