মুম্বই: ভারতীয় ক্রিকেটে বিরাট-অধ্যায় শেষের পরই নানা মুনির নানা মত শোনা গিয়েছে। কিং কোহলির সিদ্ধান্তকে সবাই স্বাগত জানালেও টেস্টে তাঁর নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন নির্বাচক কিরণ মোরেও। বিশেষ করে বোর্ডের সঙ্গে বিরাটের যে দ্বন্দ্বের খবর প্রকাশ্যে এসেছে, সেই নিয়েও দুঃখ প্রকাশ করেছেন মোরে। তিনি মনে করেন দেশের সেরা ব্যাটারের সঙ্গে এমন হওয়াটা কখনওই উচিত ছিল না। 


এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলতে গিয়ে মোরে বলেন, ''বিরাট এতদিন ধরে দেশের হয়ে খেলছে। ওঁর আরও সম্মান প্রাপ্য ছিল। যেভাবে মানুষে ওঁকে নিয়ে কথা বলছে। নানা বিতর্কের কেন্দ্রে ওঁকে দাঁড় করানো হচ্ছে তা মোটেই ভাল নয়। এটা ওঁর প্রাপ্য কখনওই ছিল না। ওঁ দেশের সবচেয়ে সফল টেস্ট ক্যাপ্টেন। এছাড়াও যে কোনও ফর্ম্য়াটেই মাঠে নেমে যেভাবে খেলেছে, সব সময়ই মনে হয়েছে যে জয় ছাড়া আর কিছুই ভাবত না।''


প্রাক্তন এই ক্রিকেটার আরো বলেন, ''এটা ভুলে গেলে চলবে না যে বিরাট একজন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার। ঝুলিতে ৭০টি আন্তর্জাতিক শতরান রয়েছে। আমি খুব খারাপ পেয়েছি যেভাবে মানুষ ওঁর নেতৃত্ব নিয়ে কাঁটাছেড়া করেছে। আমরা কেউই ওঁকে, ওঁর সাফল্যকে ছুতে পারব না। ওঁর নেতৃত্ব ছাড়া নিয়ে আমি কিছু মনে করিনি। এটা খেলার ও একজন ক্রিকেটারের জীবনের অঙ্গ। কিন্তু এমন ব্যবহার ওঁর সঙ্গে করা কখনোই উচিত হয় নি।''


উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা সফরে আসার আগে ওয়ান ডে ফর্ম্যাটে নিজের নেতৃত্ব খুঁইয়েছিলেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফর্ম্যাটে অধিনায়কের পদ নিজেই ছেড়ে দিয়েছিলেন। এবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হারের পর ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটেও নেতৃত্ব পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।


আরো পড়ুন: আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে প্রথম একাদশে বদলের পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া