কলকাতা: কোচের ‘যৌন লালসা’র শিকার নাবালিকা সাঁতারু! ভিনরাজ্যে গিয়ে রাজ্যের কিশোরী সাঁতারুর ‘নিগ্রহ’-র অভিযোগ পেয়ে কড়া গোয়া সুইমিং অ্যাসোসিয়েশন। কোচ সুরজি‍ৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুক্তি বাতিল। এব্যাপারে কড়া বার্তা দিলেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও। ‘ভারতে কোথাও যেন চাকরি না পান, নির্দেশ দিয়েছি সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়াকে’- ট্যুইট বার্তায় জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। রিষড়া থানায় লিখিত অভিযোগ। গোয়া পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।



স্বপ্ন ছিল তাঁর নামী সাঁতারু হওয়ার। ছোট থেকেই জলে একের পর এক সাফল্য পেয়েছে সে। কিন্তু সব স্বপ্ন হঠাত্ই ধাক্কা খেল। বাংলার নতুন সাঁতার প্রতিভা এবার ভিনরাজ্যে প্রশিক্ষণ নিতে গিয়ে নিগৃহীত হল তার কোচের হাতেই। ভয়ে ফের বাংলায় ফিরল কিশোরী।
চলতি বছর মার্চ মাসে গোয়ায় সাঁতারের ভাল প্রশিক্ষণ নিতে যায় রিষড়ার এক নাবালিকা সাঁতারু। কোচ ছিলেন বাংলার প্রাক্তন সাঁতারু সুরজিত গঙ্গোপাধ্যায়। সাঁতার প্রশিক্ষক হিসেবে এখন সুরজিত গোয়াতে কর্মরত। সেখানেই সেই কিশোরী সাঁতার শিখতে গিয়ে কোচের যৌন লালসার শিকার হয় বলে অভিযোগ। বেশ কয়েকবার তাকে যৌন নিগ্রহ করে কোচ, বলে অভিযোগ। শুধু তাই নয়, পরিবারকে জানিয়ে দিলে ঝামেলা হবে বলে তাঁকে ব্ল্যাকমেল করে বলে অভিযোগ সেই সাঁতারুর। অবশেষে গত সপ্তাহে তাঁর পরিবার জানতে পারে সেই সত্যতা। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে কোচের ওঠাবসা। তাই মেয়েকে কার্যত লুকিয়েই গোয়া থেকে নিয়ে আসে বাবা।