দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজকের দিনটি পালন করা হয় একটু অন্যভাবে। শিক্ষাগুরুদের জন্য এই দিনে গুগলের হোমপেজও সেজে উঠেছে অক্ষরে-নম্বরে-জ্যামিতিক চিত্রে। যে কোনও বিশেষদিনেই গুগল নানাস্বাদের ডুডল তৈরি করে। আজও একটি রংবেরঙের অ্যানিমেটেড ডুডল তৈরি করেছে গুগল।
১৯৬২ থেকে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনটি তাঁর ছাত্র-ছাত্রীরা শিক্ষক দিবস হিসেবে পালন করতে শুরু করে। সারাজীবন ছাত্রগঠন ও শিক্ষার বিকাশে নিয়োজিত রেখেছিলেন নিজেকে। অন্ধ্র বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু ইউনিভর্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ সামলেছিলেন রাধাকৃষ্ণণ।
বুধবার, শিক্ষক দিবসের প্রাক্কালে সব শিক্ষকদের অভিবাদন জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই সঙ্গে সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
আজ সারা দেশের ৪৬ জন শিক্ষকের হাতে পুরষ্কার তুলে দেবেন কোবিন্দ। বিভিন্ন রাজ্য ও জেলা থেকে শিক্ষাদানে বিশেষ অবদানের জন্য তাঁদের মনোনীত করা হয়েছে।