মুম্বই: কিশোর জেনা। বয়স ২৮। বাড়ি ওড়িশা। ভারতীয় অ্যাথলিট। যিনি জ্যাভলিনে প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের অন্য়তম দাবিদার। কিন্তু কত জন জানেন এই তরুণ অ্যাথলিটকে। নীরজ চোপড়া (Neeraj Chopra) টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2024) সোনা জয়ের পর থেকে তিনিই খবরে। পানিপথের তরুণকে নিয়ে আশায় বুক বেঁধেছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু পিছিয়ে নেই কিন্তু কিশোরও। জেনে নিন অলিম্পিক্সের মঞ্চে প্রথমবার খেলতে নামা কিশোর জেনার সম্পর্কে-
এবারই প্রথমবার দেশের হয়ে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে নামবেন কিশোর। নীরজের পর জ্যাভলিনে ভারতের পদক জয়ের আশা রয়েছে তাঁকে নিয়েও। তার অন্য়তম কারণ কিশোরের সাম্প্রতিক ফর্ম। ২০২২ সালে হাংঝাউ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন কিশোর। এরপরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই কিশোর। কিন্তু একটা সময় ছিল যখন খেলাই ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন কিশোর। নীরজ চোপড়াকে টোকিও অলিম্পিক্সে পদক জিততে দেখে নিজেকে উদ্বুদ্ধ করলেও নিজে সাফল্য পাবেন কি না তা নিয়ে সন্দিহান ছিলেন ২৮ বছরের এই তরুণ অ্যাথলিট। তিরুঅনন্তপুরমে ইন্ডিয়া গ্রাঁ পিক্সে ৮১.০৫ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলেন কিশোর। যদিও বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি সুযোগ পাননি কিশোর। বিশ্ব ক্রমতালিকার কোটা থেকে সুযোগ এসেছিল।
জিও সিনেমার এক সাক্ষাৎকারে কিশোর বলেছেন, ''ক্রমতালিকায় নেমে যাওয়ার পর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলাম লেবাননে। সেখানে ৭৮ মিটার দূরত্ব অতিক্রম করতে পেরেছিলাম। নিজেকে নিংড়ে দিয়েছিলাম। কিন্তু সাফল্য পাইনি। তখনই মনের মধ্যে ছটফটানি শুরু হয়েছিল। ভেবেছিলাম খেলাটা আমার জন্য নয়। জ্যাভলিন ছেড়ে দেব ভেবেছিলাম। বাবা সেই সময় আমাকে অনেক উৎসাহ জুগিয়েছিলেন।''
হাংঝাউ এশিয়ান গেমসে নীরজ সোনা জেতেন। রুপো জেতেন কিশোর। তবে প্যারিস অলিম্পিক্সে লড়াইটা আরও কঠিন হবে জানেন এই তরুণ। কিশোর বলছেন, ''এখন প্যারিসে আমার সেরাটা দিতে চাই। আমি বেশ আত্মবিশ্বাসী। যদিও আমি কোনো নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করিনি, আমি আমার ব্যক্তিগত সেরা উন্নতি করার লক্ষ্য রাখছি।'' এখন দেখার নীরজের সঙ্গে ভারতের হয়ে অলিম্পিক্স থেকে পদক আনতে পারেন কি না কিশোর।