মুম্বই: মহারাষ্ট্রের সব স্কুলে মারাঠি পড়ানো বাধ্যতামূলক করা সংক্রান্ত বিল আজ বিধান পরিষদে সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল। আগামীকাল বিধানসভায় বিলটি পেশ করা হবে। বিধানসভাতেও বিলটি পাশ হয়ে গেলে আইনে পরিণত হবে। এই বিলের আওতায় রয়েছে মহারাষ্ট্রের সব স্কুল। আইন কার্যকর হওয়ার পর কোনও স্কুল মারাঠি ভাষা না পড়ালে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিলে।
সাধারণত রাজ্যের কোনও বিল প্রথমে বিধানসভায় পেশ করা হয়। বিধাসভায় বিলটি পাশ হলে তারপর সেটি বিধান পরিষদে পেশ করা হয়। কিন্তু এক্ষেত্রে বিধান পরিষদের চেয়ারম্যান রামরাজে নায়েক নিম্বলকর প্রথমে বিধান পরিষদে বিলটি পেশ করার অনুমতি দেন মারাঠি ভাষা মন্ত্রী সুভাষ দেশাইকে। আজ বিধান পরিষদে বিলটি পাশ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
মহারাষ্ট্রের সব স্কুলে মারাঠি পড়ানো বাধ্যতামূলক: বিধান পরিষদে পাশ বিল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Feb 2020 10:02 PM (IST)
আজ বিধান পরিষদে বিলটি পাশ হয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -