কলকাতা: আসন্ন আইপিএল মরসুমের আগে দল গুছিয়ে নিচ্ছে কলকাতা নাইট রাইডার্স। সেই মত দলের বোলিং কোচ নিযুক্ত করা হল প্রাক্তন ভারতীয় বোলার ও প্রাক্তন জাতীয় দলের বোলিং কোচ ভরত অরুণকে। ২০১৪ সাল থেকে ভারতীয় দলের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন ভরত অরুণ। তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ভরত অরুণ দেশের হয়ে টেস্ট ও ওয়ান ডে খেলেছেন। 


কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এক বিবৃতিতে জানিয়েছেন, ''আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভরত অরুণকে আমরা বোলিং কোচ হিসেবে নিযুক্ত করতে পেরেছি। ওঁর অসম্ভব অভিজ্ঞতা আমাদের দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে ও প্লেয়ারদের সঙ্গে ভাগ করে নেবে। নাইট পরিবারে ভরত অরুণকে স্বাগত।''


দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় একের পর এক খেলোয়াড় করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে এবারের আইপিএল যদি দেসে আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বিকল্প কেন্দ্র হিসেবে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলঙ্কার কথা ভাবছে বিসিসিআই। এখনও পর্যন্ত নতুন দুই দল সহ মোট ১০টি দলকে নিয়ে হোম-অ্যাওয়ে ফর্ম্যাটে দেশের মাটিতেই আইপিএল আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। কিন্তু যদি করোনার জন্য সেটা সম্ভব না হয়, তাহলে অন্য দেশে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই।


এ বিষয়ে বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘আগামী দু’মাসে দেশের অবস্থা কেমন থাকবে, সেটা এখনই বলা সম্ভব হচ্ছে না। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব কতদিন থাকবে, সে বিষয়ে কেউই নিশ্চিত নন। আমরা গোটা আইপিএল-ই মহারাষ্ট্রে করার কথাও ভাবছিলাম। কিন্তু সারা দেশের মধ্যে মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আশা কম। তাই দেশের করোনা পরিস্থিতির উন্নতি যদি না হয়, তাহলে শ্রীলঙ্কা বা দক্ষিণ আফ্রিকায় আইপিএল হতে পারে।’


আরও পড়ুনঃ করোনা সচেতনতায় অভিনব প্রচার, কলকাতা পুলিশের সঙ্গে জেমিসন, মুশফিকুর