হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে টানা দু ম্যাচে জয় পেল কেকেআর
Web Desk, ABP Ananda | 15 Apr 2017 04:01 PM (IST)
কলকাতা: সানরাইজার্স হায়দরাবাদকে ১৭ রানে হারিয়ে ঘরের মাঠে টানা দুটি ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ১৭৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান করল হায়দরাবাদ। ফলে এবারের আইপিএল-এ চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতে ভাল জায়গায় চলে গেল কেকেআর। জয়ের নায়ক রবিন উথাপ্পা ও মণীশ পাণ্ডে। আজ টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করলেও, পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। বড় রান করার আগেই ফিরে যান শিখর ধবন (২৩), ডেভিড ওয়ার্নার (২৬) ও মোজেস হেনরিকস (১৩), যুবরাজ সিংহরা (২৬)। শেষপর্যন্ত কেউই বড় রান করতে পারেননি। ফলে সহজ জয় পেল কেকেআর। এর আগে আইপিএল-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭২ রান করে কলকাতা নাইট রাইডার্স। ৬৮ রান করেন উথাপ্পা। পাণ্ডে করলেন ৪৬ রান। তবে বড় রান করতে পারলেন না অধিনায়ক গৌতম গম্ভীর (১৫) ও গত ম্যাচের নায়ক সুনীল নারিন (৬)। আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচেও খেলেননি কেকেআর-এর বিস্ফোরক ওপেনার ক্রিস লিন। গত ম্যাচে ওপেন করতে নেমে চমক দেওয়া সুনীল নারিন আজও ওপেন করতে নামেন। তাঁর কাছ থেকে ঝোড়ো ইনিংস আশা করছিল কেকেআর শিবির।তবে তিনি আজ বড় রান পেলেন না। নারিনকে বোল্ড করেন ভুবনেশ্বর কুমার। গম্ভীরকে বোল্ড করেন তরুণ আফগান স্পিনার রশিদ খান। গম্ভীর ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন উথাপ্পা। তাঁর ৩৯ বলে ৬৮ রানের সুবাদেই লড়াইয়ে ফেরে কেকেআর। উথাপ্পা ফিরে যাওয়ার পর দলের রান বাড়িয়ে নিয়ে যান পাণ্ডে। তবে শেষপর্যন্ত বিশাল স্কোর করতে পারেনি কেকেআর। যদিও তাতে জয় পেতে কোনও সমস্যা হয়নি। ব্যাটসম্যানদের পারফরম্যান্সের খামতি ঢেকে দেন বোলাররা। কেকেআর দল- গৌতম গম্ভীর (অধিনায়ক), সুনীল নারিন, রবিন উথাপ্পা, মণীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, কলিন গ্র্যান্ডহোম, ক্রিস উকস, কুলদীপ যাদব, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্ট। সানরাইজার্স হায়দরাবাদ দল- ডেভিড ওয়ার্নার, শিখর ধবন, মোজেস হেনরিকস, যুবরাজ সিংহ, দীপক হুডা, বেন কাটিং, নমন ওঝা, ভুবনেশ্বর কুমার, বিপুল শর্মা, রশিদ খান ও আশিস নেহরা।