হায়দরাবাদ: পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সানরাইজার্স হায়দরাবাদকে সহজেই ৫ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এর প্লে-অফের যোগ্যতা অর্জন করল কলকাতা নাইট রাইডার্স। ১৪ ম্যাচের পর দীনেশ কার্তিকের দলের পয়েন্ট ১৬। আগামীকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে যদি চেন্নাই সুপার কিংস হেরে যায়, তাহলে দ্বিতীয় স্থানে থাকতে পারে কেকেআর।
আজ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার শিখর ধবন (৫০) ও শ্রীবৎস গোস্বামী (৩৫)। উইলিয়ামসনও (৩৬) ভাল ব্যাটিং করেন। সেই সময় মনে হচ্ছিল, ২০০ রান পেরিয়ে যাবে হায়দরাবাদ। কিন্তু কেকেআর বোলাররা দারুণভাবে ম্যাচে ফেরান দলকে। পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। ৯ উইকেটে ১৭২ রান করে হায়দরাবাদ। সহজেই সেই রান টপকে যায় কেকেআর। ওপেনার ক্রিস লিন ৫৫, সুনীল নারিন ২৯, রবিন উথাপ্পা ৪৫ ও কার্তিক অপরাজিত ২৬ রান করেন।
হায়দরাবাদকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল-এর প্লে-অফে কেকেআর
Web Desk, ABP Ananda
Updated at:
19 May 2018 11:59 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -