মুম্বই: সিংহের গুহায় গিয়ে সিংহ শিকার হয়ে গিয়েছে। ক্রিস লিন ও গৌতম গম্ভীরের ঝোড়ো ইনিংসের দাপটে প্রথম ম্যাচে উড়ে গিয়েছে গুজরাত লায়ন্সের যাবতীয় প্রতিরোধ। এবার কলকাতা নাইট রাইডার্সের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্টের পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়িয়ে নিতে চাইছেন গম্ভীররা।
প্রথম আইপিএল থেকেই কেকেআর-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ মানেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা, বিতর্ক। দু দলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে মুম্বই। আইপিএল-এ এখনও পর্যন্ত ১৮টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু দল। তার মধ্যে ১৩টি ম্যাচেই জয় পেয়েছে মুম্বই। আজ নিজেদের রেকর্ড উন্নত করার লক্ষ্যে মাঠে নামবেন নাইটরা।
এবারের আইপিএল অভিযানের শুরুটা ভাল করেনি মুম্বই। প্রথম ম্যাচে রাইজিং পুণে সুপারজায়ান্টসের কাছে ৭ উইকেটে হেরে গিয়েছেন রোহিত শর্মারা। ফলে আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামছে কেকেআর।
গত ম্যাচের মতোই এই ম্যাচেও তিন স্পিনার নিয়ে খেলতে নামবেন গম্ভীর। সুনীল নারিন প্রথম ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। আজ তিনি ফর্মে ফিরবেন বলেই আশা কেকেআর শিবিরের। প্রথম ম্যাচে গম্ভীর ও লিন ছাড়া আর কেউ ব্যাট করার সুযোগ পাননি। আজ কেকেআর-এর মিডল অর্ডারেরও পরীক্ষা হতে পারে।
আজ মুম্বই-বধের জন্য তৈরি কেকেআর
Web Desk, ABP Ananda
Updated at:
09 Apr 2017 02:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -