হায়দরাবাদ: উপ্পলে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স৷ আইপিএলের অ্যাওয়ে ম্যাচে তারা হায়দরাবাদকে হারাল ৮ উইকেটে৷
এদিন টসে জিতে ব্যাটিং নেন ওয়ার্নার৷ কিন্তু, আইপিএল ম্যাচে সানরাইজার্সকে ১৪২ রানে বেঁধে ফেলে নাইট রাইডার্সরা৷ সৌজন্যে নাইটদের দুরন্ত বোলিং৷ রাসেল, পীযূষদের দুর্ধর্ষ ফিল্ডিং৷ উথাপ্পার অনবদ্য কিপিং৷ ১৩ রানে ফিরলেন ওয়ার্নার৷ ৬ রানে মর্কেলের বলে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে শিখরকে ফেরালেন উথাপ্পা৷
শেষ লগ্নে লড়েন মর্গ্যান ও নমন ওঝা৷ অর্ধশতরান আসে মর্গ্যানের ব্যাট থেকে৷ ৩৭ রানে রাসেল-পীযূষ যুগলবন্দি অনবদ্য ক্যাচ নিয়ে ফেরান ওঝাকে৷ ২৮ রানে ৩ উইকেট নেন উমেশ যাদব৷ ৩৫ রানে দু উইকেট মর্কেলের৷ একটি উইকেট রাসেলের৷
জবাবে ব্যাট করতে নেমে ফের সফল নাইটদের ওপেনিং জুটি৷ শুরু থেকেই চালিয়ে খেলেন উথাপ্পা৷ কিছুটা ধীরে শুরু করেন গম্ভীর৷ তারপর? প্রায় একাই শেষ করে দিলেন ম্যাচ৷ স্টাইলিশ ব্যাটিং৷ অনবদ্য ক্রিকেটিয় শটস্৷ মুস্তাফিজুর কিছুটা ধাক্কা দিলেও থামাতে পারেননি নাইটদের৷ ৩৮ রানে ফেরেন উথাপ্পা৷ গম্ভীরের ব্যাট থেকে এল ৯০৷ ১৩ টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো তাঁর ইনিংস৷
তবে, রাসেলকে ব্যাটিং অর্ডারে তুলে আনার পরিকল্পনা এদিন কাজে দেয়নি৷ শেষ পর্যন্ত মণীশ পাণ্ডের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন কেকেআর ক্যাপ্টেন৷
ছবি সৌজন্য - আইপিএল/বিসিসিআই
সানরাইজার্সকে হারিয়ে জয়ে ফিরল নাইটরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2016 03:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -