কলকাতা: আইপিএল-এর পরের মরশুমে কলকাতা নাইটরাইডার্সে থাকছেন না দলের মেন্টর কাম বোলিং কোচ ওয়াসিম আক্রম। ব্যাক্তিগত কাজের জন্য তিনি আর সময় দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। ফলে ২০১৭ সালের আইপিএল-এ কলকাতার সাজঘরে আর দেখা যাবে না প্রাক্তন এই পাক অলরাউন্ডারকে।
এ প্রসঙ্গে কেকেআর-এর এমডি এবং সিইও ভেঙ্কি মাইসোর বললেন, ‘আক্রম ভাই আমাদের কেকেআর পরিবারের এক জন সদস্য ছিলেন। ২০১২ ও ২০১৪-এর জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওঁর।’
আরও পড়ুন, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাকে পাক সফরে রাজি করানোর চেষ্টায় পিসিবি
অন্যদিকে কেকেআর-কে আগাম শুভেচ্ছা জানিয়ে আক্রম বলেছেন, কলকাতার সাজঘরকে খুব মিস করবেন তিনি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের বক্তব্য, ‘কেকেআর দলে পরস্পরের মধ্যে যে অন্তরঙ্গতা এবং আস্থা আছে, সেটা আমরা খুব ভাল লাগে। গত কয়েক বছর ধরে প্রতিভাবান খেলোয়াড়ে ঠাসা এই দলের মেন্টর হিসেবে কাজ করা খুব উপভোগ করেছি। কেকেআর-এর ড্রেসিংরুমকে মিস করব। দলের সাফল্য কামনা করছি। শুভেচ্ছা রইল।’
পরের আইপিএল-এ আক্রমকে পাচ্ছে না কেকেআর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Dec 2016 06:01 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -