IPL Final Score, KKR vs DC: কলকাতাকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি

আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা-দিল্লি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 03 Oct 2020 11:58 PM
ইয়ন মর্গ্যানের ১৮ বলে ৪৪ এবং রাহুল ত্রিপাঠির ১৬ বলে ৩৬ আশা জাগালেও, এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পরেই শেষ কলকাতা নাইট রাইডার্সের জয়ের সম্ভাবনা। দিল্লি ক্যাপিটালসের কাছে ১৮ রানে হেরে ৪ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দীনেশ কার্তিকের দলকে। অন্যদিকে, কলকাতাকে হারিয়ে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে রয়্যল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল দিল্লি।
2nd Innings, Kolkata Knight Riders: ২০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২১০/৮। নাগরকোটি ৩, মাভি ১।
2nd Innings, Kolkata Knight Riders: ১৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২০৩/৭। ত্রিপাঠি ৩২, নাগরকোটি ২।
2nd Innings, Kolkata Knight Riders: ১৮ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৯৮/৬। মর্গ্যান ৪৩, ত্রিপাঠি ৩০।
2nd Innings, Kolkata Knight Riders: ১৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৭৫/৬। মর্গ্যান ২৪, ত্রিপাঠি ২৬।
2nd Innings, Kolkata Knight Riders: ১৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৫১/৬। মর্গ্যান ২৩, ত্রিপাঠি ৪।
2nd Innings, Kolkata Knight Riders: ১৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৩৭/৬। মর্গ্যান ১১, ত্রিপাঠি ২।
2nd Innings, Kolkata Knight Riders: ১৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১৩১/৬। মর্গ্যান ৯, ত্রিপাঠি ০।
৫ রান করে অ্যানরিক নর্জের বলে হর্ষল পটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাট কামিন্স। ৬ উইকেট হারিয়ে হারের মুখে কলকাতা নাইট রাইডার্স।
2nd Innings, Kolkata Knight Riders: ১৩ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১১৮/৫। মর্গ্যান ০, কামিন্স ১।
পরপর ২ বলে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে আউট হলেন নীতীশ রানা (৫৮)। পরের বলেই ফিরলেন দীনেশ কার্তিক (৬)। কলকাতাকে চাপে ফেলে দিলেন হর্ষল পটেল।
2nd Innings, Kolkata Knight Riders: ১২ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১০৮/৩। রানা ৫০, কার্তিক ৫।
2nd Innings, Kolkata Knight Riders: ১১ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১০০/৩। রানা ৪৪, কার্তিক ৩।
2nd Innings, Kolkata Knight Riders: ১০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৯৪/৩। রানা ৪২, কার্তিক ০।
2nd Innings, Kolkata Knight Riders: ৯ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৮৪/২। রানা ৪২, রাসেল ৩।
২২ বলে ২৮ রান করে অমিত মিশ্রর বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুবমান গিল। দ্বিতীয় উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
2nd Innings, Kolkata Knight Riders: ৮ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৭২/১। গিল ২৮, রানা ৩৪।
2nd Innings, Kolkata Knight Riders: ৭ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৬১/১। গিল ২৪, রানা ২৮।
2nd Innings, Kolkata Knight Riders: ৬ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৫৯/১। গিল ২৩, রানা ২৭।
2nd Innings, Kolkata Knight Riders: ৫ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪৭/১। গিল ২১, রানা ১৯।
2nd Innings, Kolkata Knight Riders: ৪ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩৯/১। গিল ১৫, রানা ১৬।
2nd Innings, Kolkata Knight Riders: ৩ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২৭/১। গিল ৪, রানা ১৭।
2nd Innings, Kolkata Knight Riders: ২ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ১২/১। গিল ২, রানা ৩।
মাত্র ৩ রান করেই অ্যানরিক নর্জের বলে বোল্ড হয়ে গেলেন সুনীল নারাইন। শুরুতেই উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
2nd Innings, Kolkata Knight Riders: প্রথম ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৪/০। নারাইন ৩, গিল ১।
এই ম্যাচে ৮৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার। তাঁর ৩৮ বলের ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ৬টি ছক্কা।
এই ম্যাচ জিততে হলে কলকাতা নাইট রাইডার্সকে করতে হবে ২০ ওভারে ২২৯ রান। শারজার মাঠ যতই ছোট হোক না কেন, কাজটা মোটেই সহজ নয়। বিশেষ করে বিপক্ষ দলে যখন কাগিসো রাবাডা, রবিচন্দ্রন অশ্বিন, মার্কাস স্টোইনিস, অমিত মিশ্রর মতো বোলাররা আছেন।
1st Innings, Delhi Capitals: ২০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২২৮/৪। শ্রেয়স ৮৮, হেটমায়ার ৭।
1st Innings, Delhi Capitals: ১৯ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২২১/৩। শ্রেয়স ৮৮, স্টোইনিস ১।
1st Innings, Delhi Capitals: ১৮ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২০১/৩। শ্রেয়স ৬৯, স্টোইনিস ০।
১৭ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আন্দ্রে রাসেলের বলে শিবম মাভির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ পন্থ।
1st Innings, Delhi Capitals: ১৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৮৬/২। শ্রেয়স ৬৮, ঋষভ ২৪।
1st Innings, Delhi Capitals: ১৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৬৯/২। শ্রেয়স ৫২, ঋষভ ২৩।
1st Innings, Delhi Capitals: ১৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৫১/২। শ্রেয়স ৪৭, ঋষভ ১০।
1st Innings, Delhi Capitals: ১৪ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৪২/২। শ্রেয়স ৪৩, ঋষভ ৭।
1st Innings, Delhi Capitals: ১৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৩১/২। শ্রেয়স ৩৮, ঋষভ ১।
৪১ বলে ৬৬ রান করে কমলেশ নাগরকোটির বলে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পৃথ্বী শ। ১২৯ রানে ২ উইকেট হারাল দিল্লি।
1st Innings, Delhi Capitals: ১২ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১২১/১। পৃথ্বী ৫৯, শ্রেয়স ৩৬।
1st Innings, Delhi Capitals: ১১ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১০৫/১। পৃথ্বী ৫৪, শ্রেয়স ২৫।
1st Innings, Delhi Capitals: ১০ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৮৯/১। পৃথ্বী ৪৬, শ্রেয়স ১৭।
1st Innings, Delhi Capitals: ৯ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭৮/১। পৃথ্বী ৪৩, শ্রেয়স ৯।
1st Innings, Delhi Capitals: ৮ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৭৫/১। পৃথ্বী ৪১, শ্রেয়স ৮।
1st Innings, Delhi Capitals: ৭ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৬১/১। পৃথ্বী ৩৩, শ্রেয়স ২।
1st Innings, Delhi Capitals: ৬ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫৭/১। পৃথ্বী ৩১, শ্রেয়স ০।
১৬ বলে ২৬ রান করে বরুণ চক্রবর্তীর বলে ইয়ন মর্গ্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধবন। প্রথম উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।
1st Innings, Delhi Capitals: ৫ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫১/০। পৃথ্বী ২৫, ধবন ২৬।
1st Innings, Delhi Capitals: ৪ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৩৬/০। পৃথ্বী ২৩, ধবন ১৩।
1st Innings, Delhi Capitals: ৩ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ২৯/০। পৃথ্বী ২১, ধবন ৮।
দিল্লি ক্যাপিটালস দল- পৃথ্বী শ, শিখর ধবন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), ঋষভ পন্থ, শিমরন হেটমায়ার, মার্কাস স্টোইনিস, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, অ্যানরিক নর্জে, অমিত মিশ্র ও হর্ষল পটেল।
1st Innings, Delhi Capitals: ২ ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ১৬/০। পৃথ্বী ৯, ধবন ৭।
কলকাতা নাইট রাইডার্স দল- শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), আন্দ্রে রাসেল, ইয়ন মর্গ্যান, সুনীল নারাইন, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি, শিবম মাভি ও বরুণ চক্রবর্তী।
1st Innings, Delhi Capitals: প্রথম ওভারের শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৮/০। পৃথ্বী ৬, ধবন ২।

প্রেক্ষাপট

শারজা: চলতি আইপিএল-এ নিজেদের চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। আজ কলকাতার দলে একটাই বদল হয়েছে। কুলদীপ যাদবের বদলে দলে এসেছেন রাহুল ত্রিপাঠি।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.