KKR vs GT Live: কেকেআরের ডেরায় ৭ উইকেটে ম্যাচ জিতে রিঙ্কু-ধমাকার জবাব দিয়ে গেল গুজরাত

KKR vs GT Live Updates: ঘরের মাঠে কেকেআরের কাছে হেরেছিল গুজরাত টাইটান্স।

ABP Ananda Last Updated: 29 Apr 2023 07:46 PM

প্রেক্ষাপট

কলকাতা: একটা সময় ইডেন গার্ডেন্স (Eden Gardens) ছিল তাঁর ঘরের মাঠ। বাংলার হয়ে অনবদ্য সমস্ত ম্যাচ খেলেছেন এই মাঠে। ব্যাট হাতে, উইকেটের পিছনে গ্লাভস পরেও দলের রক্ষাকর্তা হয়ে হাজির হয়েছেন...More

IPL Live: ৭ উইকেটে পরাজিত কেকেআর

২৪ বলে ৫১ অপরাজিত বিজয় শঙ্কর। ১৩ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নিল গুজরাত।