দুবাই: আজ চলতি আইপিএল-এর দ্বাদশ ম্যাচ। আজ দুবাইয়ে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এখন পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থানের সঙ্গে সাত নম্বরে থাকা কলকাতার লড়াই। দু’টি ম্যাচই জিতে চার পয়েন্ট পেয়েছে রাজস্থান। অন্যদিকে, কলকাতা প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিয়েছে। ফলে আজ জমজমাট লড়াই দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা।


এবার নজর দেওয়া যাক দু’দলের লড়াইয়ের পরিসংখ্যানের দিকে। এখনও পর্যন্ত আইপিএল-এ কলকাতা ও রাজস্থান মুখোমুখি হয়েছে ২০ বার। দু’দলই ১০টি করে ম্যাচ জিতেছে। গত মরসুমে জয়পুরের ম্যাচটি জিতেছিল কলকাতা আর ইডেনের ম্যাচ জেতে রাজস্থান।

২০১৪ সালের আইপিএল-এ সংযুক্ত আরব আমিরশাহিতে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা ও রাজস্থান। আবু ধাবির সেই ম্যাচে টানটান লড়াই দেখা যায়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ রান করে রাজস্থান। অজিঙ্কা রাহানে করেন ৭২ রান। জবাবে কলকাতাও ৮ উইকেটে ১৫২ রান করে। ফলে ম্যাচ টাই হয়। এরপর সুপার ওভারে দু’দলই ১১ রান করে। শেষপর্যন্ত বেশি বাউন্ডারি মারায় রাজস্থানকে জয়ী ঘোষণা করা হয়।

কলকাতা এখনও পর্যন্ত দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে, রাজস্থান প্রথম আইপিএল-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর ট্রফি পায়নি। এই পরিসংখ্যানে এগিয়ে কলকাতা।

এবার নজর দেওয়া যাক ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে। রাজস্থানের বিরুদ্ধে কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিকের রেকর্ড দুর্দান্ত। তিনি ৩৭ গড় ও ১৩৫.৯৫ স্ট্রাইক রেটে ৫১৮ রান করেছেন। ফলে আজ জয়ের জন্য তাঁর দিকেই তাকিয়ে কেকেআর।