IPL Final Score, KKR vs RR: পরপর ২ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে কলকাতা
আজ এবারের আইপিএল-এর দ্বাদশ ম্যাচ।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Last Updated:
30 Sep 2020 11:37 PM
রান রেট ভাল থাকার সুবাদে এখন আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স।
কেকেআর-এর হয়ে দু’টি করে উইকেট নেন শিবম মাভি, কমলেশ নাগরকোটি ও বরুণ চক্রবর্তী। তিনজনই দুর্দান্ত পারফরম্যান্স দেখান। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স, সুনীল নারাইন ও কুলদীপ যাদব।
আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৪ রান করে কলকাতা নাইট রাইডার্স। সর্বোচ্চ ৪৭ রান করেন শুবমান গিল। জবাবে ৯ উইকেটে ১৩৭ রান করে রাজস্থান রয়্যালস। ৫৪ রানে অপরাজিত থাকেন টম কারান।
রাজস্থান রয়্যালসকে ৩৭ রানে হারিয়ে চলতি আইপিএল-এ টানা দুই ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে হারের পর টানা দু’ম্যাচ জিতে ভাল জায়গায় চলে এল দীনেশ কার্তিকের দল। অন্যদিকে, আজই প্রথম হারল স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস। ৩ ম্যাচে কলকাতা ও রাজস্থানের পয়েন্ট সমান। দু’দলেরই পয়েন্ট ৪।
2nd Innings, Rajasthan Royals: ২০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১৩৭/৯। কারান ৫৪, রাজপুত ৭।
অর্ধশতরান করলেন টম কারান। তবে তাঁর একার পক্ষে দলকে জেতানো সম্ভব হল না।
2nd Innings, Rajasthan Royals: ১৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১২৬/৯। কারান ৫০, রাজপুত ০।
জয়দেব উনাদকাটের আউট হওয়া নিয়ে বিতর্ক। কুলদীপ যাদবের বলে তাঁর মারা শট তারে লেগে কমলেশ নাগরকোটির হাতে যায়। উনাদকাট দাবি করেন, তারে লেগে বলের গতিপথ বদলে গিয়েছে। তাই বলটি পরিত্যক্ত ঘোষণা করতে হবে। কিন্তু আম্পায়াররা সেই দাবি মানেননি।
2nd Innings, Rajasthan Royals: ১৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১০৬/৯। কারান ৩০।
2nd Innings, Rajasthan Royals: ১৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ১০৩/৮। কারান ২৮, উনাদকাট ৮।
2nd Innings, Rajasthan Royals: ১৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৯৭/৮। কারান ২৬, উনাদকাট ৪।
2nd Innings, Rajasthan Royals: ১৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৯০/৮। কারান ২৩, উনাদকাট ১।
বরুণ চক্রবর্তীর দ্বিতীয় শিকার জোফ্রা আর্চার। দুর্দান্ত ক্যাচ নিলেন কমলেশ নাগরকোটি। ৮৮ রানে ৮ উইকেট হারাল রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: ১৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৮১/৭। কারান ২১, আর্চার ০।
শ্রেয়স গোপালকে ফেরালেন সুনীল নারাইন। তাঁর বলে রিভার্স সুইপ করতে যান গোপাল। বলটি গ্লাভসে লাগার পর প্যাডে লেগে দীনেশ কার্তিকের হাতে জমা পড়ে। আম্পায়ার প্রথমে আউট দেননি। কেকেআর ডিআরএস নেয়। এরপর আউট ঘোষণা করা হয় গোপালকে। ৫ রান করে ফিরলেন গোপাল। ৬ উইকেট হারাল রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: ১৩ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৭৭/৬। কারান ১৯, গোপাল ৩।
2nd Innings, Rajasthan Royals: ১২ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৭৩/৬। কারান ১৬, গোপাল ২।
2nd Innings, Rajasthan Royals: ১১ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬৭/৬। কারান ১১, গোপাল ১।
১৪ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে হয়ে গেলেন রাহুল তেওয়াটিয়া। ৬ উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালসের হার প্রায় নিশ্চিত।
2nd Innings, Rajasthan Royals: ১০ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৬১/৫। তেওয়াটিয়া ১৩, কারান ৭।
2nd Innings, Rajasthan Royals: ৯ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৫০/৫। তেওয়াটিয়া ৩, কারান ৬।
2nd Innings, Rajasthan Royals: ৮ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪৩/৫। তেওয়াটিয়া ১, কারান ১।
৮ নম্বর ওভারে প্রথমে রবিন উথাপ্পা, তারপর রিয়ান পরাগকে ফেরালেন কমলেশ নাগরকোটি। ১ রান করে শুবমান গিলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পরাগ। ৫ উইকেট হারিয়ে হারের মুখে রাজস্থান।
২ রান করে কমলেশ নাগরকোটির বলে শিবম মাভির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রবিন উথাপ্পা। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: ৭ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৪১/৩। উথাপ্পা ২, পরাগ ১।
২১ রান করে শিবম মাভির বলে বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জোশ বাটলার। ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে রাজস্থান।
2nd Innings, Rajasthan Royals: ৬ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩৯/২। বাটলার ২১, উথাপ্পা ১।
2nd Innings, Rajasthan Royals: ৫ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩৬/২। বাটলার ২০, উথাপ্পা ১।
৮ রান করেই শিবম মাভির বলে সুনীল নারাইনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সঞ্জু স্যামসন। তিনি বিপজ্জনক হয়ে ওঠার আগেই ফিরিয়ে দিয়ে স্বস্তিতে কেকেআর।
2nd Innings, Rajasthan Royals: ৪ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ৩০/১। স্যামসন ৮, বাটলার ১৫।
2nd Innings, Rajasthan Royals: ৩ ওভারের শেষে রাজস্থান রয়্যালসের স্কোর ২১/১। স্যামসন ৫, বাটলার ৯।
৩ রান করেই প্যাট কামিন্সের বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। শুরুতেই উইকেট তুলে নিল কেকেআর।
রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত বোলিং করলেন জোফ্রা আর্চার। তিনি ৪ ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন।
১২ রান করে আউট হলেন প্যাট কামিন্স। টম কারানের বলে দুর্দান্ত ক্যাচ নিলেন সঞ্জু স্যামসন।
মাত্র ১ রান করেই জোফ্রা আর্চারের বলে জোশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। ১০৬ রানে ৪ উইকেট হারাল কেকেআর।
৪৭ রান করে জোফ্রা আর্চারের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শুবমান গিল। ৮৯ রানে ৩ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
২২ রান করে রাহুল তেওয়াটিয়ার বলে রিয়ান পরাগের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন নীতীশ রানা। ৮২ রানে ২ উইকেট হারাল কেকেআর।
১৫ রান করে জয়দেব উনাদকাটের বলে বোল্ড হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার সুনীল নারাইন।
দুবাইয়ে পৌঁছে গিয়েছেন শাহরুখ খান। আজকের ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকবেন, জানালেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমেছেন শুবমান গিল ও সুনীল নারাইন। রাজস্থান রয়্যালসের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন জোফ্রা আর্চার।
আজকের ম্যাচে কলকাতা ও রাজস্থান দুই দলেই কোনও বদল হয়নি।
রাজস্থান রয়্যালস দল- জোশ বাটলার, স্টিভ স্মিথ (অধিনায়ক), সঞ্জু স্যামসন, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, জোফ্রা আর্চার, টম কারান, শ্রেয়স গোপাল, অঙ্কিত রাজপুত ও জয়দেব উনাদকাট।
কলকাতা নাইট রাইডার্স দল- শুবমান গিল, সুনীল নারাইন, নীতীশ রানা, দীনেশ কার্তিক (অধিনায়ক), ইয়ন মর্গ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিবম মাভি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও কমলেশ নাগরকোটি।
প্রেক্ষাপট
দুবাই: কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। ফলে প্রথমে ব্যাটিং করছে কলকাতা।
আজ চলতি আইপিএল-এ দু’দলেরই তৃতীয় ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজস্থানের সঙ্গে সাত নম্বরে থাকা কলকাতার লড়াই। জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়াই কলকাতার লক্ষ্য। অন্যদিকে, শীর্ষে নিজেদের অবস্থান ধরে রাখতে চায় রাজস্থান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -