রাসেলকে আগে পেলে আইপিএলে আরও বেশিবার চ্যাম্পিয়ন হতো কেকেআর, বললেন প্রাক্তন অধিনায়ক গম্ভীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 04:28 PM (IST)
২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এরপর ২০১৪ সালে বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় শাহরুখ খান-জুহি চাওলার দল।
নয়াদিল্লি: তাঁর নেতৃত্বে দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে। গৌতম গম্ভীর বলে দিলেন, আন্দ্রে রাসেলকে আগে পেলে আরও বেশি খেতাব পেতে পারত কেকেআর। একটি চ্যানেলে গম্ভীর বলেছেন, ‘ভেবে দেখুন রাসেল ৫০ লক্ষ টাকায় কেকেআরে এসেছিল আর পবন নেগি ৮ কোটি টাকায় গিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসে। আমার মনে হয় যে সাত বছর আমি কেকেআরে ছিলাম, পুরো সময়টা রাসেলকে পেলে আরও একটা বা দুটো খেতাব জিততে পারতাম।’ ২০১২ সালে গম্ভীরের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে ফাইনালে হারিয়ে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর। এরপর ২০১৪ সালে বেঙ্গালুরুতে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় শাহরুখ খান-জুহি চাওলার দল। ২০১৪ সালের আইপিএলের আগেই ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডারকে দলে নিয়েছিল কেকেআর। যদিও সেই মরসুমে দুটি মাত্র ম্যাচ খেলেছিলেন রাসেল। যদিও ছবিটা বদলে যেতে শুরু করে পরের মরসুম থেকে। ২০১৫ সালের আইপিএলে ব্যাট হাতে ১৯২ স্ট্রাইক রেটে ৩২৬ রান করার পাশাপাশি বল হাতে ১৪টি উইকেট নিয়েছিলেন রাসেল। আর পিছনে ফেরে তাকাতে হয়নি। এখন নাইট শিবিরের প্রধান ভরসা ক্যারিবিয়ান অলরাউন্ডারই। আইপিএলে মোট ৬৪টি ম্যাচে ১৪০০ রান ও ৫৫টি উইকেট রয়েছে রাসেলের ঝুলিতে।