লখনউ: করোনা ভাইরাসের জেরে চিন থেকে লগ্নি গুটিয়ে নিচ্ছে অনেক সংস্থা। তাদের উত্তরপ্রদেশে বিনিয়োগের বিষয়ে উৎসাহ দেওয়ার জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার কথা ভাবছে যোগী আদিত্যনাথ সরকার। আগেই বেসরকারি বিনিয়োগকারীদের জন্য ইনসেন্টিভের ব্যবস্থা করা হয়েছিল। তার সঙ্গে এবার বিশেষ প্যাকেজ দেওয়া হতে পারে।


উত্তরপ্রদেশ সরকার সূত্রে খবর, করোনা ভাইরাস পরবর্তী সময়ে আর্থিক মন্দার আশঙ্কা রয়েছে। সেই কারণেই অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে বিনিয়োগ টানতে চাইছেন যোগী। তিনি এ বিষয়ে শিল্পোন্নয়ন মন্ত্রী সতীশ মহানা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী সিদ্ধার্থনাথ সিংহের সঙ্গে কথা বলেছেন। তিনি এই দুই মন্ত্রীকে বলেছেন, চিন থেকে সরে আসা সংস্থাগুলিকে উত্তরপ্রদেশে নিয়ে আসার জন্য ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

অন্যদিকে, বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অত্যাবশ্যকীয় পরিষেবার পাশাপাশি ৯ ধরনের শিল্পে কাজ চালানো যেতে পারে। এই শিল্পগুলির মধ্যে রয়েছে ইস্পাত, সংশোধনাগার, রাসায়নিক, সার, ফাউন্ড্রি, কাগজ, টায়ার ও চিনিকল। এই ক্ষেত্রগুলিতে সর্বোচ্চ ৫০ শতাংশ কর্মী নিয়ে আপাতত কাজ চালানো যেতে পারে। সব নিয়ম মেনে কাজ চলছে কি না, সেটা দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরকে।