হায়দরাবাদ: গতকাল আইপিএল-এর ডু অর ডাই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের কৃতিত্ব বোলারদেরই দিলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমরা ডেথ ওভারে যেভাবে বোলিং করেছি, সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। প্রসিদ্ধ (কৃষ্ণ) দারুণ বল করেছে। ডেথ ওভারে সব বোলারই ভাল বোলিং করেছে।’


গতকাল হায়দরাবাদ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল। ইনিংসের মাঝপথ পর্যন্ত রান রেট ছিল ১০-এর উপরে। কিন্তু এরপরেই ম্যাচে ফেরে কেকেআর। পেসার প্রসিদ্ধ কৃষ্ণ ৩০ রান দিয়ে ৪ উইকেট নেন। হায়দরাবাদ ২০০ রান করার ইঙ্গিত দিয়েও, শেষপর্যন্ত ৯ উইকেটে ১৭২ রান করে। কেকেআর সহজেই সেই রান টপকে যায়।

বুধবার ইডেনে এলিমিনেটর ম্যাচ খেলবে কেকেআর। এতে তাঁদের সুবিধা হবে বলেই মনে করছেন শুভমান। তিনি বলেছেন, ‘ঘরের মাঠে খেলা সবসময় সুবিধাজনক। দর্শকরা আমাদের দারুণভাবে সমর্থন করছেন। অন্য দলগুলির চেয়ে আমরা উইকেটের চরিত্র ভালভাবে জানি।’

হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী অবশ্য কেকেআর-এর বিরুদ্ধে এই হারকে গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেছেন, ‘কোয়ালিফায়ার ম্যাচে এই হারের কোনও প্রভাব পড়বে না। যে দলগুলি প্লে-অফের যোগ্যতা অর্জন করে, তারা তৈরি হয়েই খেলতে নামে। আমরা তিনটি ম্যাচে হেরেছি। তাই পরিস্থিতির বিষয়ে আরও সচেতন। পরের ম্যাচের আগে আমাদের দলের শক্তি ও দুর্বলতার বিষয়ে পর্যালোচনা করব। আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’