ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন করেন ১৩ বলে ৩১ রান। লিন ও বেন্টনের জুটি দলের ইনিংসের শুরুতেই রানের বন্যা বইয়ে দেন। মাত্র পাঁচ ওভারে তাঁরা ৯০ রান যোগ করেন। এরপর স্বল্প রানের ব্যবধানে তাঁরা আউট হয়ে যান। নির্ধারিত আট ওভারে তাদের দল করে ৪ উইকেটে ১১৯ রান।
গতমাসেই আইপিএল ২০২০-র নিলামে কলকাতা নাইট রাইডার্স ইংল্যান্ডের অলরাউন্ডার বেন্টনকে তাঁর বেস প্রাইস ১ কোটি টাকায় কিনে নেয়।
কেকেআরের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই চলতি বিগ ব্যাশ লিগে দারুণ ফর্মে রয়েছেন বেন্টন। কেকেআর তাঁকে দলে নেওয়ার পরদিনই মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে ২৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। ওই ম্যাচে ৩৬ বলে ৬৪ রান করেন তিনি।
সিডনি থান্ডার ব্যাট করতে নামলে ফের ব্যাঘাত ঘটায় বৃষ্টি। ম্যাচে ওভার সংখ্যা কমে হয় পাঁচ। তাদের সংশোধিত লক্ষ্য হয় ৭৭। তৃতীয় ওভারে শেষে বৃষ্টি নামে। খেলা শুরু হলে তাদের জয়ের জন্য করত হত ১১ বলে ৫৫ রান। ওই লক্ষ্যে পৌঁছনো সিডনি থান্ডারের পক্ষে সম্ভব হয়নি।